আরও পড়ুনঃ গণনার রাতে অশান্ত ভাঙড়! পুলিশ-ISF সংঘর্ষে মৃত ৩, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার
বিধায়ক হয়েও কেন গণনা কেন্দ্রের মধ্যে লাভলী মৈত্র ঢোকেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা৷ মধ্যরাতে সোনারপুরের সবকটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ৩টি আসনে জয়ী হয়েছে তৄণমূল কংগ্রেস৷ বিরোধীদের তোলা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস৷
advertisement
আরও পড়ুনঃ বিতর্কিত পঞ্চায়েতেও সবুজ-ঝড়! বগটুই, আনিস-মৃত্য়ু ছাপ ফেলল না ভোটে
বিধায়ক জানান, তিনি নির্বাচনী এজেন্ট হিসেবে গণনা কেন্দ্রে প্রবেশ করেছিলেন ৷ তিনি বর্তমানে লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার বলেও জানান বিধায়ক ৷ লাভলী মৈত্রের কথায়, ‘আমি পঞ্চায়েত সমিতির এজেন্ট তাই ছিলাম ওখানে। বিরোধীদের পায়ের তলার মাটি সরে গেছে তাই এই সব অভিযোগ করছে। আমরা গণতান্ত্রিক ভাবে জয়ী হয়েছি। মানুষকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।’ ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বাম ও বিজেপি কর্মীরা ৷
সুমন সাহা
