আরও পড়ুনঃ বিতর্কিত পঞ্চায়েতেও সবুজ-ঝড়! বগটুই, আনিস-মৃত্য়ু ছাপ ফেলল না ভোটে
ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষের বলি ৩। ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত আইএসএফ এক কর্মীর নাম হাসান আলি মোল্লা (২৬) আর.জি.করে ভর্তি ছিলেন। আরেক জন মৃত আইএসএফ কর্মীর নাম রেজাবুল গাজী (২৪)। তাঁর বাড়ি পশ্চিম ভোগালীতে।
advertisement
সকালবেলা তাঁর মৃত্যুর খবর আসে। ভাঙড়ে হিংসার ঘটনায় গ্রেফতার ১। স্থানীয়দের অভিযোগ, শওকত মোল্লা ও আরাবুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আর নেওয়া যাচ্ছে না। আমরা শান্তি চাইছি। রাতে পুলিশ চলে যাওয়ার পর আরাবুল আর শওকতের দলবল এই সব করেছে। বোমা গুলি মুড়ি মুড়কির মতো ছুড়েছে।’
আরও পড়ুনঃ গণনার রাতে অশান্ত ভাঙড়! পুলিশ-ISF সংঘর্ষে মৃত ৩, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার
মৃতের শ্বশুর বলেন, “আইএসএফ জিতেছিল বলে ওরা আনন্দ করছিল। সেই সময় রাত্রিবেলা খবর আসে হাসানের গুলি লেগেছে। তৃণমূলের লোকজন ওকে গুলি করে।” মৃতের গর্ভবতী স্ত্রী বলেন, “আরাবুল-শওকতের লোকজন র্যাফের পোশাক পরে এসে ওকে গুলি করেছে। তিনজন এসেছিল। আরাবুলের ছেলেও এসেছিল। আমি ওদের শাস্তি চাই। আমার তিনটে বাচ্চাকে অনাথ করে দিল।” হাসানের ভাই বলেন, “একটা সইয়ের জন্য গিয়েছিলাম। আরাবুল-শওকতের নেতৃত্বে দলবল র্যাফের পোশাক পরে গুলি করেছে।”
Suman Saha
