আরও পড়ুন: পড়াশোনার ফাঁকেই তেজ পাতা দিয়ে দুর্গা প্রতিমা তৈরি সোনারপুরের পড়ুয়ার
এই পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় পুজো মন্ডপ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপী হালদার, সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তভ তীর্থ আচার্য, মথুরাপুরের বিডিও সোমনাথ মান্না সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা।এই মন্ডপের গায়ে রয়েছে কাঁচের পুঁতির কাজ ও হস্তশিল্পের নিখুঁত কারুকার্য। যা দেখতে এবছর অনেকেই সেখানে আসবে বলে মনে করছেন উদ্যোক্তারা। সেজন্য ভিড় নিয়ন্ত্রণে এখন থেকেই সবরকম ব্যবস্থা করে রেখেছেন সদিয়াল জনকল্যাণ সমিতির সদস্যরা।
advertisement
দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2024 4:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Durga Puja 2024: পুজোমন্ডপে কাঁচের পুঁতি ও হস্তশিল্পের নিখুঁত কারুকার্য দেখতে ঘুরে আসুন মথুরাপুরের সদিয়ালে