বাড়িতে গিয়ে খিচুড়ি খাওয়ার সময় পোকা দেখতে পান এক অনেকেই। এরপর অভিভাবকদের পক্ষ থেকে সেন্টারের শিক্ষিকা গীতা বারুইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি সেন্টারেই আসেন নি আজ। সেজন্য রাধুনি সুজাতা মণ্ডলের ওপর দায়িত্ব ছিল। তিনি খিচুড়ি রান্নার পর বিতরণ করে দেন।
এর আগেও এই সেন্টারের দেওয়া খাবারে পোকা পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে হইচই পড়ে যাওয়ার পর শিক্ষিকা গীতা বারুই সেন্টারে আসেন।
advertisement
আরও পড়ুন: Murshidabad News: শিলাবৃষ্টিতে হাজার হাজার বিঘের ধান নষ্ট! মাথায় আকাশ ভেঙে পড়ল কৃষকদের
তিনি বুধবার অভিভাবক ও রাঁধুনিকে নিয়ে বিষয়টি সমাধান করবে বলে জানান। এই সেন্টার থেকে পড়ুয়া ও প্রসূতি মা মিলে ৪৫ জন প্রতিদিন খাবার পায়। আগামীকাল এই বিষয়ে সুষ্ঠ আলোচনা হবে বলে জানিয়েছেন সেন্টারের শিক্ষিকা গীতা বাউরি।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 10:23 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: আইসিডিএস সেন্টারে খিচুড়িতে পোকা, খাবার বিতরণের সময়ে ধরা পড়ে





