TRENDING:

South 24 Parganas News: এক বছর ধরে খারাপ হয়ে পড়ে নলকূপ, তীব্র জলকষ্টে ভুগছেন গ্রামবাসীরা

Last Updated:

গত বছরের গরমের সময় চন্দনপিড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের এই নলকূপটি খারাপ হয়ে যায়। তারপর থেকে সেই অবস্থাতেই আছে। আর নলকূপটিকে সারানো হয়নি। আবারও গরমকাল এসে পড়ল বলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: একবছর ধরে খারাপ হয়ে পড়ে আছে নলকূপ। সেটি সারানোর দিকে কারোর নজর নেই। এর ফলে ব্যাপক অসুবিধায় পড়েছেন নামখানার উত্তর চন্দনপিড়ির গ্রামবাসীরা। তাঁরা তীব্র জলসঙ্কট ভুগছেন।
advertisement

গত বছরের গরমের সময় চন্দনপিড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের এই নলকূপটি খারাপ হয়ে যায়। তারপর থেকে সেই অবস্থাতেই আছে। আর নলকূপটিকে সারানো হয়নি। আবারও গরমকাল এসে পড়ল বলে। সেই সময়‌ও এই নলকূপ খারাপ থাকলে পানীয় জলের সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুন: ১৯৯৯ সালের মাধ্যমিক ব্যাচ এই মহান উদ্দেশ্যে আজও প্রতিবছর দেখা করে

advertisement

দক্ষিণ ২৪ পরগনার এই গ্রামের মানুষের দাবি, ইতিমধ্যেই পানীয় জলের স্তর অনেকটাই কমে গিয়েছে। গ্রামের দুটি নলকূপ‌ই খারাপ থাকায় তাঁরা পানীয় জল ঠিক করে পাচ্ছেন না। স্কুলের মিড ডে মিলের রান্নার জল‌ই হোক, আর গ্রামবাসীদের পানের জল, সবই আনতে যেতে হচ্ছে বহু দূর।

View More

দূর থেকে মিড ডে মিল রান্নার জল আনতে হ‌ওয়ায় ছাত্র-ছাত্রীদের খেতে দিতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, এই নলকূপ সারানোর জন্য একাধিকবার পঞ্চায়েতকে বলা হয়েছে কিন্তু কোন‌ও কাজ হয়নি।

advertisement

এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের বক্তব্য, গোটা এলাকাতেই নলকূপের একটা সমস্যা আছে। দ্রুত সেগুলি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এক বছর ধরে খারাপ হয়ে পড়ে নলকূপ, তীব্র জলকষ্টে ভুগছেন গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল