আরও পড়ুন : কালীপুজোয় ডিজে-তাণ্ডব রুখতে কড়া পুলিশ প্রশাসন
এ ব্যাপারে মণ্ডপের থিম ভাবনায় যিনি ভেবেছেন সেই বাপি হালদার জানিয়েছেন, " এই মণ্ডপটি আদিবাসীদের জীবন যাপন কেমন ভাবে করে, তারা কি কি ব্যবহার করে তাদের বাসস্থান তৈরি করে, সেই বাসস্থানের মধ্যে প্রাকৃতিকের সমস্ত উৎপাদনকারী ফুল ফল এবং বিভিন্ন ধরনের গাছের শিকর ও ঘাস এবং যে জিনিস সচরাচর মানুষের চোখে আসে না। সেই সমস্ত জিনিস নিয়ে এই মণ্ডপটি সাজানো হয়েছে। পরিশোধিত হয়েছে।"
advertisement
পাশাপাশি ইয়ং ব্লাডের সেক্রেটারি তাপস বিশ্বাস জানান " আমাদের এবছর ইয়ং ব্লাডে ৫০ তম বর্ষে এ বছরের ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া আদিবাসীদের জীবনযাত্রা সেটিকে তুলে ধরা হয়েছে আমাদের মণ্ডপের মধ্য দিয়ে।"
Location :
First Published :
October 22, 2022 12:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Kali Puja 2022: উপকরণ পাটকাঠি থেকে তালপাতা, কালীপুজোর মণ্ডপে এ বার আদিবাসীদের গ্রাম