আরও পড়ুন: ইউরোপীয় রাজনীতির ছায়া বাংলার পঞ্চায়েত ভোটে! পরিবেশকে বাঁচাতে মনোনয়ন জমা
বজবজ বিধানসভায় দুটি ব্লক আছে। তার মধ্যে বজবজ-১ ব্লক এলাকার ৬ টি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ২ টি আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল তৃণমূল। কারণ এখানকার প্রায় কোনও আসনেই বিরোধী প্রার্থী নেই। ফলে ৮ জুলাই পঞ্চায়েত ভোট হওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে হচ্ছে না। সেই আনন্দই বৃহস্পতিবার সবুজ আবীর খেলে ডিজে বক্স বাজিয়ে বজবজে বিজয় উৎসব পালন করেন তৃণমূল নেতাকর্মীরা।
advertisement
বজ বজের ৬ টি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট আসন সংখ্যা ১০২। তারমধ্যে বুইতা গ্রাম পঞ্চায়েতের একটি আসনে বামেদের ও নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের দুটি আসনে কংগ্রেসের প্রার্থী আছে। আর পঞ্চায়েত সমিতিতে ১৭ টি আছে। যদিও তার একটিতেও বিরোধীদের প্রার্থী নেই। জেলা পরিষদের দুটি আসনও বিরোধী শূন্য। তৃণমূলের দাবি, সমর্থনের অভাবে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি। যদিও বাম, কংগ্রেস ও বিজেপির একযোগে অভিযোগ, তৃণমূলের প্রবল সন্ত্রাসের মুখে তাঁদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি।
সুমন সাহা