TRENDING:

South 24 Parganas News: কালবৈশাখী, ঘূর্ণিঝড় মোকাবিলায় কতটা প্রস্তুত? ডায়মন্ডহারবারে চলল মহড়া

Last Updated:

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়েছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ডহারবার: হঠাৎ রাস্তায় ভেঙে পড়ল গাছ। বিদ্যুতের তার ছিঁড়ে বিপর্যস্ত ডায়মন্ডহারবারের নুরপুর। উদ্ধারে নামল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা, সঙ্গে রয়েছে দমকল, সিভিল ডিফেন্স ও পুলিশের কর্মীরা।
advertisement

কিন্তু ঝড় কোথায় যে গাছ ভেঙে পড়ল? তবে গোড়া থেজকেই বলা যাক।  ঘূর্ণিঝড় সাইক্লোন মোকাবিলায় ডায়মন্ডহারবারে চলছে মহড়া। এই মহড়ায় অংশ নিয়েছিল সমস্ত লাইন ডিপার্টমেন্ট। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়েছিল। আর তা দেখতে ভিড় জামন স্থানীয়রা।

সবেমাত্র গরম পড়তে শুরু করেছে। এ'সময়  কালবৈশাখী হয়। উপকূলীয় অঞ্চলে বিপর্যস্ত হয় বিস্তীর্ণ এলাকা। সঙ্গে রয়েছে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দূর্যোগের সময় আর যাতে কোনও ত্রুটি না হয়, সে'জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। এই মকড্রিল চলাকালীন সমস্ত লাইন ডিপার্টমেন্ট ঘূর্ণিঝড়ের সময় কি করণীয়? তা দেখিয়েছে। বিদ্যুৎ দফতরের কর্মীরা কীভাবে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ পুনরায় ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টা করেছে। দমকল বাহিনী রাস্তায় পড়ে থাকা গাছ সরানো, সিভিল ডিফেন্সের কর্মীরা কাঁচা ঘর থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছে।

advertisement

ডেপুটি ম্যাজিস্ট্রেট অজয় সেনগুপ্ত জানান, মক ড্রিলের উদ্দেশ্য হল, আসল ঝড় মোকাবিলায় কতটা প্রস্তুত লাইন ডিপার্টমেন্ট, তা দেখে নেওয়া এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কালবৈশাখী, ঘূর্ণিঝড় মোকাবিলায় কতটা প্রস্তুত? ডায়মন্ডহারবারে চলল মহড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল