এরপর মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে। এরপর পুলিশের সাহায্যে মহিলাকে প্রথমে বেহালার বিদ্যাসাগর হাসপাতাল পরে সেখান থেকে অন্যত্র চিকিৎসার জন্য পাঠানো হয়।
আরও পড়ুন: ভুটান থেকে আসছে নয়া সমস্যা! ডুয়ার্সে চর্মরোগ, শ্বাসকষ্ট, দূষণে জেরবার জীবন! জানুন
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে মহেশতলা থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম আরিয়ান মোল্লা(২৪)। এদিকে এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত বেশ কিছু জনতা আরিয়ানের বাড়িতে চড়াও হয়। বাড়ি ভাঙচুর করার চেষ্টাও করে বলে অভিযোগ।এরপর উত্তেজনা প্রশমনে এলাকায় আসে মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে এলাকায় পুলিশ টহল দিচ্ছে। এই ঘটনায় প্রথমে ধর্ষণ ও পরে খুনের চেষ্টার অভিযোগ তুলেছে ওই মহিলার পরিবারের লোকজন। অভিযোগের প্রেক্ষিতে এই ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।
advertisement
নবাব মল্লিক