TRENDING:

South 24 Parganas News: বিপ্লবী শহীদ কানাইলাল ভট্টাচার্যকে এ কী বলল আলিপুর মিউজিয়াম! ঢিঢি পড়ল জয়নগরে

Last Updated:

South 24 Parganas News: আলিপুর মিউজিয়ামের প্রদর্শনীতে বিপ্লবী শহীদ কানাইলাল ভট্টাচার্যকে একজন "অপরাধী" হিসাবে নামাঙ্কিত করা হয়েছে। তীব্র প্রতিবাদ জয়নগরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা : রাজ্য সরকার আলিপুর জেলকে রূপান্তরিত করে আলিপুর মিউজিয়াম তৈরি করেছে এবং সেখানে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্বলিত স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা করেছে।এই প্রদর্শনীতে বিপ্লবী শহীদ কানাইলাল ভট্টাচার্যকে একজন ‘অপরাধী’ হিসাবে নামাঙ্কিত করা হয়েছে। কানাইলাল ভট্টাচার্যের মৃতদেহের ছবির তলায় লেখা হয়েছে কানাইলাল ভট্টাচার্যের পকেটে পাওয়া নোটের ইংরেজি অনুবাদ, সেখানে তাঁকে “Perpetrator” অর্থাৎ অপরাধী বলে সম্বোধন করা হয়।
advertisement

এমনকি লেখা ইংরাজিটি অনুবাদেও শহিদকে অপরাধী বলা হয়েছে। লেখা হয়েছে, “যদিও অপরাধী কানাইলাল ছিলেন, বিমল গুপ্ত ছিলেন না। যা অনেক পরে জানা যায়।”

আরও পড়ুন : মধ্যবিত্তের জন্য সুখবর! অবশেষে দাম কমল টমেটোর! আজ থেকেই নতুন রেট চালু! বড় ঘোষণা কেন্দ্রের

জয়নগর মজিলপুরের মানুষ বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য রাইটার্স বিল্ডিং-র অলিন্দ যুদ্ধের অন্যতম নায়ক বিপ্লবী দীনেশ গুপ্তের ফাঁসির আদেশ যিনি দিয়েছিলেন সেই বিচারক গার্লিককে ১৯৩১ সালের ২৭ জুলাই আলিপুর কোর্টের মধ্যে কর্মরত অবস্থায় হত্যা করে শাস্তি দিয়েছিলেন। হত্যার পর তিনি পটাসিয়াম সায়ানাইড খেয়ে কোর্টের মধ্যে আত্মহত্যা করেন। তাঁর পকেটে পেডি হত্যার নায়ক মেদিনীপুরের বিপ্লবী বিমল দাশগুপ্তের নামাঙ্কিত চিরকুট রাখা ছিল। এই চিরকুট লিখে তিনি পুলিশের কাছ থেকে লুকিয়ে থাকা বিপ্লবী বিমল দাশগুপ্তের প্রাণ রক্ষা করতে চেয়েছিলেন।

advertisement

View More

আত্মত্যাগের এ এক অপূর্ব নিদর্শন। স্বাধীনতা সংগ্রামে আপসহীন ধারার বহু বিপ্লবীর এমন আত্মবলিদানের ইতিহাস আছে যা আমাদের প্রেরণা যোগায়। তেমন একজন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন…! কাঁপিয়ে ঝড়-বৃষ্টি-বজ্রপাত সতর্কতা পশ্চিমবঙ্গের জেলায় জেলায়! বড় আপডেট আইএমডি-র

এ প্রসঙ্গে জয়নগর হেরিটেজ কমিটির সম্পাদক তথা জয়নগর বিধানসভার প্রাক্তন বিধায়ক তরুণ কান্তি নস্কর বলেন, “স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একজন বিপ্লবী এবং শহীদ ছিলেন তিনি যেভাবে আত্মবলিদান করেছিলেন সেটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অভূতপূর্ব। তাঁকেই এভাবে রাজ্য সরকার তার নতুন মিউজিয়াম বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যকে ‘অপরাধী’ বলে নামাঙ্কিত করল। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে ওই প্রদর্শনীর বিষয়বস্তু সংশোধন করার দাবি করছি।”

advertisement

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিপ্লবী শহীদ কানাইলাল ভট্টাচার্যকে এ কী বলল আলিপুর মিউজিয়াম! ঢিঢি পড়ল জয়নগরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল