TRENDING:

South 24 Pargana News: আজও পুতুল জীবন্ত হয়ে নেচে উঠে, জেলার প্রাচীন ঐতিহ্য বাঁচে এঁদের হাতে

Last Updated:

বেশ কিছু সংস্থা এখনও পুতুল নাচকে বাঁচিয়ে রেখে জীবিকা নির্বাহ করছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা : গ্রামীণ জনজীবনে যাত্রাপালা থেকে শুরু করে পুতুল নাচ সাধারণ মানুষের বিনোদনের একটা মাধ্যম ছিল। এখন এসব অতীত।  হারিয়ে যাচ্ছে এই লোকসংস্কৃতি। তবে বেশ কিছু সংস্থা এখনও পুতুল নাচকে বাঁচিয়ে রেখে জীবিকা নির্বাহ করছে।
advertisement

জেলার ঐতিহ্য এই পুতুল নাচ। একটা লাঠির সঙ্গে বিভিন্ন কাঠি এবং সুতোতে যুক্ত থাকে পুতুলগুলির বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। মূল লাঠিটা নাড়লেই পুতুলগুলি একসঙ্গে নানা ভঙ্গিতে নড়তে থাকে ৷ আগে পথে অথবা খোলা জায়গায় দেখানো হত পুতুল নাচ৷ পুতুল নাচ দেখানো হত স্ট্যান্ডের ওপরে বসানো গোল অথবা চৌকো বাক্সের মতো চারদিক খোলা মঞ্চে৷ পুতুল থেকে নাচ দেখানোর স্ট্যান্ড লাগানো বাক্স তৈরি, সবই শিল্পীরা নিজে করতেন৷ গানও বাঁধতেন নিজেই৷ পুতুলগুলিও এত নিখুঁত দেখতে হত যে, দেখে চোখ ফেরানো যেত না। নাচ গানের মধ্য দিয়ে গ্রামের কাহিনি, যুদ্ধের ঘটনা সবকিছু দেখানো হত৷ সমাজের মানুষের মধ্যে নানা নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষাও ছড়িয়ে দিতেন শিল্পীরা। যেমন, বাল্য বিবাহের কুফল, অরণ্য সংরক্ষণের সুফল কিংবা নানা বিপদ সম্বন্ধে সচেতনতা, ধর্মশিক্ষা ও লোকশিক্ষা ছড়িয়ে দিত মানুষের মধ্যে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Pargana News: আজও পুতুল জীবন্ত হয়ে নেচে উঠে, জেলার প্রাচীন ঐতিহ্য বাঁচে এঁদের হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল