জেলার ঐতিহ্য এই পুতুল নাচ। একটা লাঠির সঙ্গে বিভিন্ন কাঠি এবং সুতোতে যুক্ত থাকে পুতুলগুলির বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। মূল লাঠিটা নাড়লেই পুতুলগুলি একসঙ্গে নানা ভঙ্গিতে নড়তে থাকে ৷ আগে পথে অথবা খোলা জায়গায় দেখানো হত পুতুল নাচ৷ পুতুল নাচ দেখানো হত স্ট্যান্ডের ওপরে বসানো গোল অথবা চৌকো বাক্সের মতো চারদিক খোলা মঞ্চে৷ পুতুল থেকে নাচ দেখানোর স্ট্যান্ড লাগানো বাক্স তৈরি, সবই শিল্পীরা নিজে করতেন৷ গানও বাঁধতেন নিজেই৷ পুতুলগুলিও এত নিখুঁত দেখতে হত যে, দেখে চোখ ফেরানো যেত না। নাচ গানের মধ্য দিয়ে গ্রামের কাহিনি, যুদ্ধের ঘটনা সবকিছু দেখানো হত৷ সমাজের মানুষের মধ্যে নানা নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষাও ছড়িয়ে দিতেন শিল্পীরা। যেমন, বাল্য বিবাহের কুফল, অরণ্য সংরক্ষণের সুফল কিংবা নানা বিপদ সম্বন্ধে সচেতনতা, ধর্মশিক্ষা ও লোকশিক্ষা ছড়িয়ে দিত মানুষের মধ্যে।
advertisement
সুমন সাহা