জয়নগর থানার পুলিশ নিখোঁজ নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে জানতে পারে ওই নাবালিকা মুম্বইয়ে আছে। এরপর জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এসআই রাজু গুপ্তা ওই নাবালিকার খোঁজ চালাতে থাকেন। এরপর মোবাইল টাওয়ার লোকেশন অনুযায়ী তদন্তকারী অফিসার জানতে পারে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি স্টেশন সংলগ্ন মালায়নি গেট নম্বর ৬-এর কাছে ওই নাবালিকা কোনও একটি বাড়িতে আছে।
advertisement
আরও পড়ুন: দুয়ারে সরকার নিয়ে বিরাট ঘোষণা মমতার! উত্তরবঙ্গকে বললেন, 'ভালবাসি'
আরও পড়ুন: বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে আবেগে ভাসলেন মমতা, উত্তরবঙ্গের মন জয়ে দুরন্ত চমক
গত রবিবার সেখান থেকেই ওই নাবালিকাকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয় জয়নগর থানায় । তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কী ভাবে গেল এবং কার সঙ্গে গিয়েছে সেই বিষয়ের উপরে। তারপর তাকে বারুইপুর মহাকুমা আদালতে পাঠানো হলে, আদালত তাকে হোমে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশি জেরায় ওই নাবালিকা জানায়, বাবা-মা মেরেছিল বলেই সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে বাড়ি থেকে পালানোর পর সাতদিন জয়নগর এলাকায় ছিল এবং তারপরেই সে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে কেন সে মুম্বইয়ে গিয়েছিল এবং সেখানে কোথায় থাকত সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
সুমন সাহা