বহুদিন ধরেই জয়নগর থানার পুলিশের কাছে খবর আসছিল, ফোন করে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ব্যাঙ্কের ম্যানেজারের পরিচয় দিচ্ছে লোকজন৷ তারপরে কথায় কথায় জেনে নিচ্ছে গ্রাহকের ব্যাঙ্কের ডিটেইলস। বহু গ্রাহক তাদের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্তও হয়েছেন। হারিয়েছেন লক্ষ লক্ষ টাকা৷
আরও পড়ুন: প্রতীক নিয়ে বিরাট কেলেঙ্কারি! তৃণমূলের প্রার্থীই হয়ে গেল নির্দল, চিঠি অভিষেককে
advertisement
এরপরেই ঘটনার তদন্তে তৎপর হন জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জি৷ তাঁর নির্দেশে চক্রের সন্ধানে নেমে নিজস্ব সোর্স মারফত খবর পেয়ে জয়নগর থানার পুলিশের বিশেষ টিম বৃহস্পতিবার রাতে দক্ষিণ বারাসত বাজার এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে৷ তারপর তাদের নিয়ে আসা হয় জয়নগর থানায়।
আরও পড়ুন: ঝাঁপিয়ে বৃষ্টি, আবহাওয়ায় আমূল বদল! অবশেষে দক্ষিণবঙ্গের জন্য সুখবর শোনাল আলিপুর
ধৃত দুজন হল সইফুল্লা লস্কর ও আরফুল লস্কর৷ ধৃত দুজনেরই বাড়ি জয়নগর থানার আলিপুর কাকা পাড়া এলাকায়। ধৃতদের শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কারী অফিসার। ধৃতদের নিজেদের হেফাজতে রেখে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার পুলিশ। এর পিছনে কোনও চক্র কাজ নাকি এরা দু’জনেই এই কাজ চালাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ৷ কোনও চক্র কাজ করলে, সেই চক্রের বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে৷
সুমন সাহা






