TRENDING:

South 24 Parganas News: জৈব চাষেই ভালো থাকবে সবাই, কৃষকদের নিয়ে আয়োজিত হল প্রশিক্ষণ শিবির

Last Updated:

সাধারণ গাছপালার পাতা, কাণ্ড থেকে এই সমস্ত জৈব সার ও কীটনাশক তৈরি হচ্ছে। আর সেই সার দিয়ে চাষ করে কৃষকরা বিকল্প কর্মসংস্থানের দিশা খুঁজে পাচ্ছেন। এই উপলক্ষে প্রাকৃতিক চাষের উপর বিস্তারিত ধারণা দিতে সুন্দরবন এলাকার কৃষকদের নিয়ে দু'দিনের প্রশিক্ষণ শিবির আয়োজিত হল নিমপীঠে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: জমির উর্বরা শক্তি বজায় রাখতে এবং উৎপন্ন ফসলের পুষ্টিগুণ সঠিক মাত্রায় রাখার জন্য জৈব চাষের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। তার জন্য কৃষি বিজ্ঞানীরা জৈব সার ও কীটনাশক তৈরি করছেন। তাতে ফলও পাওয়া যাচ্ছে যথেষ্ট ভালো। আর এই কাজ হাতে কলমে কৃষকদের শেখাচ্ছেন নিমপীঠ রামকৃষ্ণ কৃষি বিজ্ঞান কেন্দ্র।
advertisement

সাধারণ গাছপালার পাতা, কাণ্ড থেকে এই সমস্ত জৈব সার ও কীটনাশক তৈরি হচ্ছে। আর সেই সার দিয়ে চাষ করে কৃষকরা বিকল্প কর্মসংস্থানের দিশা খুঁজে পাচ্ছেন। এই উপলক্ষে প্রাকৃতিক চাষের উপর বিস্তারিত ধারণা দিতে সুন্দরবন এলাকার কৃষকদের নিয়ে দু'দিনের প্রশিক্ষণ শিবির আয়োজিত হল নিমপীঠে।

জয়নগর-২ ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়। এখানে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে চাষের কাজকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সে বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয় দু'দিন ধরে। সুন্দরবনের কুলতলি, জয়নগর, কাকদ্বীপ, মথুরাপুর-২, পাথরপ্রতিমা ও নামখানা ব্লক থেকে ৪০ জন কৃষক প্রশিক্ষণ নেন।

advertisement

আরও পড়ুন: গৃহকর্ত্রীর চিৎকার শুনে ছুটে এলেন প্রতিবেশীরা, ততক্ষণে সব পুড়ে খাক হয়ে গিয়েছে

View More

নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী সোমনাথ সরদার দু'দিন ধরে শিবিরে অংশ নেওয়া কৃষকদের প্রশিক্ষণ দেন। তিনি বলেন, জৈব চাষের ফসল ভালো হয়। আয়ু বেশি হয়। খাবার পরে ক্ষতি হয় না, শরীর ভালো থাকে। তাই আমাদের প্রাকৃতিক সম্পদকে কতটা চাষের কাজে লাগানো যায় এবং কীভাবে লাগানো যায় সে বিষয়ে সুন্দরবনের কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হল। যাতে তাঁরা নিজেদের জমিতে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে মুনাফা অর্জন করতে পারেন। শিবিরের আসা কৃষকরা এই দু'দিনের প্রশিক্ষণে অনেক কিছুই শিখেছেন বলে জানান এই কৃষি বিজ্ঞানী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জৈব চাষেই ভালো থাকবে সবাই, কৃষকদের নিয়ে আয়োজিত হল প্রশিক্ষণ শিবির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল