TRENDING:

Durga Puja 2022: সুতারবাগ নদীতে চলছে সুন্দরবনের প্রত‍্যন্ত এলাকা দহকান্দার পুজোর নবপত্রিকা স্নান

Last Updated:

সুতারবাগ নদীতে চলছে সুন্দরবনের প্রত‍্যন্ত এলাকা দহকান্দার পুজোর নবপত্রিকা স্নান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মথুরাপুর: সুতারবাগ নদীতে চলছে সুন্দরবনের প্রত‍্যন্ত এলাকা দহকান্দার পুজোর নবপত্রিকা স্নান। এই উপলক্ষ্যে রবিবার সকাল থেকে পিঁপড়েখালির সুতারবাগ নদীতে ভিড় করছেন স্থানীয়রা। নবপত্রিকা স্নানের মাধ‍্যমে দুর্গাপুজোর সপ্তমীর অনুষ্ঠানের সূচনা হল আজ। স্থানীয় দহকান্দা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস‍্যরা এই নবপত্রিকা স্নান বা কলাবউ স্নান করাতে সকালে সেখানে আসেন। এই পুজো নতুন পুজো হিসাবে নাম কেড়েছে এলাকায়। সুন্দরবনের প্রত‍্যন্ত এই এলাকাগুলিতে গ্রাম ছেড়ে অনেকটাই দূরে পুজো হত।
advertisement

সেজন‍্য গ্রামবাসীরা এই পুজো করার সিদ্ধান্ত নেন প্রায় ২ লাখ টাকা ব‍্যায়ে দহকান্দা গ্রামেই পুজো মন্ডপ তৈরি করেন স্থানীয়রা। প্রবল নিষ্ঠা ও ভক্তি সহকারে এই পুজো পালন করছেন তাঁরা। রবিবার সকালে খালি পায়ে সমস্ত গ্রামবাসীরা এই সুতারবাগ নদীতীরে এসে ভিড় করেন।

আরও পড়ুনঃ নামেই শাস্ত্রী বাড়ির পুজো! সামিল হন গোটা এলাকার মানুষ

advertisement

কদলী বা কলা, কচু, হরিদ্রা বা হলুদ, জয়ন্তী, বিল্ব বা বেল, দারিম্ব বা ডালিম, অশোক, মানকচু ও ধান সহকারে তৈরি এই নবপত্রিকা স্নান করানো হয় আজ।

View More

কৃষিপ্রধান এই এলাকায় কৃষিকাজের প্রতীক হিসাবে এই নবপত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবপত্রিকার আচারে কলাগাছের সঙ্গে আটটি মূল ও পাতা সহ উদ্ভিদ একসঙ্গে একজোড়া বেলপাতা সহ শ্বেত অপরাজিতার লতা দিয়ে বেঁধে লালপাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বউয়ের মত সাজানো হয়। এ নিয়ে পুজো উদ‍্যোক্তাদের পক্ষ থেকে সত‍্যেন হালদার জানান এলাকায় নতুন পুজো হিসাবে এই পুজোর সূচনা করেছেন তাঁরা। সমস্ত গ্রামবাসীরা প্রবল নিষ্ঠা ও ভক্তি সহকারে এই পুজোয় অংশগ্রহণ করেন। এলাকায় নতুন পুজো হওয়ায় এই পুজোয় সকলেই অংশগ্রহণ করেন। রবিবার কলাবউ বা নবপত্রিকা স্নানের মাধ‍্যমে পুজোর সপ্তমীর অনুষ্ঠানের সূচনা হল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Durga Puja 2022: সুতারবাগ নদীতে চলছে সুন্দরবনের প্রত‍্যন্ত এলাকা দহকান্দার পুজোর নবপত্রিকা স্নান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল