আরও পড়ুন: ভাবনাতীত! ‘এক টাকার পাঠশালা’! গড়ে উঠছে ৪০ খুদের ভবিষ্যৎ
একে সুন্দরবনে প্রকৃতি আর অভাবের সঙ্গে নিত্য লড়াই, তার উপর ঘরে বাসা বেঁধেছে থ্যালাসেমিয়ার মতো মারাত্মক রোগ। কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যায় তাঁদের। এদের জন্যই রায়দিঘিতে ২০২০ সালে বেশ কিছু যুবক একত্রিত হয়ে খুলেছিল ‘আমরা রক্তযোদ্ধা’ নামের একটি গ্রুপ। সেই গ্রুপের সদস্যরা এবার পুজোর আগে থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেয়। রায়দিঘি হাসপাতাল চত্বরে বিএমওএইচ ডা: বিনীত রঞ্জন, বিডিও নাজির হোসেন ও একাধিক ব্যক্তির উপস্থিতিতে এবছর থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয় সঙ্গে উপহার হিসাবে দেওয়া হয় নারকেল গাছ। যার ফলে খুশি সকলেই।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2024 4:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পুষ্টির চাহিদা মেটাতে থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদের পুজোর উপহার