কাশিপুর থানার সাব-ইন্সপেক্টর বিপ্লব ঘোষ খবর পায় এক বন্দুক ব্যবসায়ী সোনপুরে বন্দুক বিক্রি করতে আসছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও কাশিপুর থানার একটি টিম সঙ্গে নিয়ে সোনপুরে হানা দেয়। দীর্ঘক্ষণ গা ঢাকা দিয়ে থাকার পর আসান মোল্লাকে তারা দেখতে পায়। ভাঙড়ের বানিয়ারা গ্রামের বাসিন্দা আসান মোল্লা একটি বাইকে করে বন্দুক বিক্রি করতে এসেছিল। পুলিশ দ্রুততার সঙ্গে আসান মোল্লাকে ধরে তল্লাশি চালাতেই চারটি বন্ধু ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
advertisement
আরও পড়ুনঃ দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে আহত ৫ নাবালক!
কাকে বন্দুক বিক্রি করতে এসেছিল তার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ। ধৃতের বাড়ি কাশীপুর থানার ঘোজ বানিয়াড়া এলাকায়।তাদের বিরুদ্ধে 502/22 ধারাতে অস্ত্র আইনে মামলার রুজু করেছে কাশিপুর থানার পুলিশ। ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। দুষ্কৃতিদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে
Suman Saha