ঘটনায় মোটর ভ্যান চালক-সহ দু’জনকে গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ। রায়দিঘির বাচ্চা মেয়েটিকে স্থানীয় মানুষের উদ্ধার করে রায়দিঘি হাসপাতালে নিয়ে যায় নলগড়ার ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের লোকজন ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই দু’জনই বর্তমানে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ অশোকনগরের রাস্তায় দাপাচ্ছে ‘যমদূত’! সন্ধের পরে বাইরে যেতে ভয় পাচ্ছেন বাসিন্দারা! কিন্তু কেন?
advertisement
মৃতের দাদা রাইহান ঢালির অভিযোগ, “নলগড়া এলাকায় ধাক্কা মারার পরে মোটরভ্যান চালক নিজের প্রাণ বাঁচাতে দ্রুত গতিতে গাড়ি নিয়ে আসছিল, পিছন দিক থেকে প্রচুর মানুষ চিৎকার করে থামতে বলছিল। কিন্তু ওই ড্রাইভার দ্রুত গতিতে এসে আমার ভাই রাস্তার ধারে বসেছিল, তাঁকে ধাক্কা মারে।” পরে সবাই মিলে ড্রাইভারকে ধরে পুলিশে হতে তুলে দেয়। এই রাস্তাতে দ্রুত গতিতে সব সময় গাড়ি চলে। প্রায় দুর্ঘটনা ঘটে প্রশাসন কোনও দিকে নজর দেয় না বলে অভিযোগ। কুলতলি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
অর্পন মণ্ডল