এতদিন রাস্তা পরিষ্কার করার কাজ করত নির্মল বন্ধুরা। এতে তাঁদের নানান শারীরিক সমস্যাও দেখা দিত। সেই সঙ্গে সময়ও লাগত অনেকটা। নতুন এই মেশিন আসায় অনেক কম সময়ে এই রাস্তা পরিষ্কার করার কাজ করা যাবে। এই মেশিনের নাম বুমার মেশিন। মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই মেশিন দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: চা-বাগানের যক্ষা আক্রান্ত শ্রমিকদের পুষ্টিকর খাবারের দায়িত্ব নিলেন গ্রামীণ চিকিৎসক
এই পরীক্ষা সফল হলে আগামীদিনে মহেশতলা পুরসভার ৩৫ টি ওয়ার্ডেই এই মেশিন ব্যবহার করা হবে। রাস্তা ঝাঁট দেওয়া এই মেশিনটি সম্পূর্ণ ব্যাটারি পরিচালিত মেশিন। সেইসঙ্গে সম্পূর্ণ পরিবেশবান্ধবও বটে। এতদিন ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেওয়ার ফলে প্রচন্ড ধুলে উড়তো চারপাশে। কিন্তু বুমার মেশিনে ধুলো ওড়ার কোনও বিষয় নেই। এটি ব্যাটারির সাহায্যে চলে।
মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে এই ঝাড়ু মেশিনের আনুষ্ঠানিক কাজ শুরু দেখতে ভিড় জমিয়েছিলেন ওয়ার্ডের মানুষ। উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের পুরমাতা শুভ্রা চক্রবর্তী। এই নতুন মেশিন নিয়ে খুশি তিনি। জানান, আগামীদিনে এই মেশিন অন্যান্য পুরসভাকেও পথ দেখাবে। বর্তমানে একটি মাত্র মেশিন এসেছে। এরপর আরও মেশিন নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক