TRENDING:

South 24 Parganas News: বাঘের সামনে বনজীবীদের ভরসা জোগায় মুখোশ! এখন তৈরি হচ্ছে কাকদ্বীপে 

Last Updated:

সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করার সময় মৌলেদের প্রয়োজন পড়ে মুখোশের। সেই মুখোশ বাঘের সামনে ভরসা জোগায় মৌলেদের। এবার সেই মুখোশ তৈরি হচ্ছে কাকদ্বীপে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ: সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করার সময় মৌলেদের প্রয়োজন পড়ে মুখোশের। সেই মুখোশ বাঘের সামনে ভরসা জোগায় বনজীবীদের। এবার সেই মুখোশ তৈরি হচ্ছে কাকদ্বীপে।একেবারে প্রাথমিক ভাবে শিক্ষার্থীদের হাতে কলমে মুখোশ তৈরি শেখানো হচ্ছে। এরপর সেখানে বড় বড় মুখোশ তৈরির পদ্ধতি শেখানো হবে। সুন্দরবন আর্ট অ্যাকাডেমিতে এই জিনিস শেখানো হচ্ছে। মুখোশ শিল্প, বাংলার লোক কারুশিল্পের ঐতিহ্যের এক অনন্য শৈল্পিক অংশ। বাংলার সামাজিক ইতিহাসের একটি মূল্যবান সম্পদও বটে। এই শিল্প শিখে শুধু শখে মুখোশ তৈরি করা নয় উপার্জন করা সম্ভব ।
advertisement

আরও পড়ুন: আন্তর্জাতিক জলপথে বড় জাহাজ চলাচলেই ভাঙছে নদী বাঁধ! দাবি সুন্দরবনের

এ নিয়ে এই আর্ট আ্যকাডেমির প্রশিক্ষক দেবারাজ বেরা জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনার জঙ্গলে অনেক মৌলে মধু সংগ্রহ করতে জঙ্গলে যায়। তখন এই মুখোশ মাথার পিছনে লাগিয়ে রাখে তারা।যাতে বাঘ তাদের দেখে ভয় পায়। কাকদ্বীপ অঞ্চলে আগে এরকম মুখোশ তৈরি হয়নি। এই ধরণের উদ্যোগে খুশি সকলেই। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই মুখোশ তৈরি শিখতে পারবে। এই মুখোশে আরও একটি বৈশিষ্ট্য হল এই মুখোশটি পুনঃব্যবহারযোগ্য। দক্ষিণ ২৪ পরগনার ঐতিহ্য এই মুখোশকে বাঁচিয়ে রাখার চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। মুখোশ দক্ষিণ ২৪ পরগনাতে তৈরি করা গেলে উপকার পাবেন মৌলেরাও।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাঘের সামনে বনজীবীদের ভরসা জোগায় মুখোশ! এখন তৈরি হচ্ছে কাকদ্বীপে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল