এর মধ্যেই প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ চালের এই নয়ছয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুন্দরবনের কাকদ্বীপ মহকুমার নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও সাগর ব্লকে প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ প্রায় ১২৪৫ মেট্রিক টন সরকারি চাল (জিআর) হোলসেলারের গুদাম থেকে উধাও হয়েছ।
আরও পড়ুন: বৃষ্টি হলেই চাষের জমি জলের তলায়, বর্ষাকাল দরজায় কৃষকদের কথা ভেবে শুরু হল সংস্কারের কাজ
advertisement
ইতিমধ্যে ওই হোলসেলার অমিত ভকতের বিরুদ্ধে এফআইআর করেছেন কাকদ্বীপের মহকুমাশাসক। অমিত ভকতের বিরুদ্ধে সরকারি সম্পদ অপব্যবহার ও অত্যাবশ্যকীয় পণ্য আইনে মামলা রুজু করেছে কাকদ্বীপ থানা।। এদিকে বিরোধীরা এই দূর্নীতিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
যদিও এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত মালি জানিয়েছেন, মহকুমা প্রশাসন তদন্ত করে গরমিল পাওয়ার পর এফআইআর হয়েছে। তবে দুর্যোগ এলে ত্রাণের চালের সংকট হবে না।
নবাব মল্লিক