TRENDING:

South24Parganas News : সকালে টিকিট কেটে বিকেলে কোটিপতি! গেঞ্জির কারখানার কর্মী পুরস্কার জিতে সটান থানায়

Last Updated:

রাতারাতি কোটিপতি হলেন মন্দিরবাজার ব্লকের মুলদিয়া গ্রামের এক দর্জি। মন্দিরবাজার ব্লকের মূলদিয়া গ্রামের বাসিন্দা লোকনাথ মণ্ডল, পাড়ারই একটি গেঞ্জি কারখানায় দর্জির কাজ করেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মন্দির বাজার: রাতারাতি কোটিপতি হলেন মন্দিরবাজার ব্লকের মুলদিয়া গ্রামের এক দর্জি। মন্দির বাজার ব্লকের মূলদিয়া গ্রামের বাসিন্দা লোকনাথ মণ্ডল, পাড়ারই একটি গেঞ্জি কারখানায় দর্জির কাজ করেন। বাবা মা স্ত্রী এবং এক সন্তানকে নিয়ে হলদিয়া ভবানীপুর গ্রামে কোনও রকমে দিনযাপন করেন তিনি। চোখে রঙিন স্বপ্ন নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি রাতারাতি ধনী হওয়ার জন্য প্রায়ই এলাকার লটারি দোকান থেকে টিকিট কাটতেন তিনি। অবশেষে শুক্রবার সন্ধ্যায় লটারির টিকিট কেটেই হলেন কোটিপতি। ফলাফল জানার পরই নিরাপত্তার জন্য টিকিট নিয়ে রাতেই মন্দির বাজার থানায় দ্বারস্থ হন কোটিপতি লোকনাথ মণ্ডল।
লটারির টিকিট হাতে লোকনাথ মন্ডল
লটারির টিকিট হাতে লোকনাথ মন্ডল
advertisement

জানা যায়, কোটিপতি হওয়ার স্বপ্নে প্রায়শই লটারির টিকিট কাটতেন মন্দির বাজারের মুলদিয়া ভবানীপুর গ্রামের বাসীন্দা লোকনাথ মন্ডল। পেশায় দর্জি হলেও কোটিপতি হওয়ার সাধ ছিল তাঁর মনে মনে । পরিবার বলতে স্ত্রী, ছোট্ট মেয়ে বাবা ও মাকে নিয়ে অভাবের সংসার তাঁর। তবে দারিদ্রের মাঝেও কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে প্রায়শই লটারির টিকিট কাটতেন তিনি। অন্যান্য দিনের মতো শুক্রবারও একটি লটারি টিকিট কেটে সযত্নে রেখে দিয়েছিলেন লোকনাথ। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন রাত ৮ টা লটারির টিকিট খেলার ফলাফল জানতে পারে লোকনাথ মণ্ডল। প্রথমেই একটু হতভম্ব হন তিনি ,পরে নিজেকে সামলে নিয়ে সটান হাজির হন থানাতে। থানায় গিয়ে নিজের কোটি টাকা পাওয়ার গল্প থানাতে জানিয়ে নিজের নিরাপত্তা চায় লোকনাথ। আর এমন ঘটনায় রাতেই শোরগোল পড়ে যায় মন্দির বাজার থানাতে।

advertisement

আরও পড়ুন : দল ছাড়তে চেয়ে ফেসবুকে বার্তা হাওড়ার তৃণমূল বিধায়কের, একই সুর মন্ত্রী অরূপের গলায়

আরও পড়ুন :  আগামিকাল মহালয়ায় কি প্রবল বৃষ্টি নাকি ভ্যাপসা গরম, জেনে নিন তর্পণে যাওয়ার আগেই

View More

পরে মন্দির বাজার থানায় নিজের কোটি টাকার লটারি রেখে প্রতিবেশী যুবকদের সঙ্গে বাড়ি ফেরে লোকনাথ মন্ডল। সদ্য কোটিপতি হয়ে চোখভরা স্বপ্ন এখন মন্দিরবাজারের যুবক লোকনাথ মণ্ডলের। তিনি জানান ওই টাকাতে ভাল বাড়ি করার সঙ্গে একটি ব্যবসা করারও ইচ্ছা আছে তার। স্বামী এক কোটি টাকা লটারি পুরস্কার পাওয়ায় খুশি লোকনাথের স্ত্রী। কাঠের জালে রান্না করতে করতে জানান ঈশ্বর তাঁদের দিকে ফিরে তাকিয়েছেন। এভাবে রাতারাতি কোটিপতি হওয়ায় খুশি ,লোকনাথ যে গেঞ্জি কারখানায় কাজ করেন সেই গেঞ্জি কারখানার সহকর্মী থেকে মালিক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো হয় উগ্র 'চামুন্ডা মতে', কঙ্কালসার দেবীর দর্শনে গা ছমছম করবে
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News : সকালে টিকিট কেটে বিকেলে কোটিপতি! গেঞ্জির কারখানার কর্মী পুরস্কার জিতে সটান থানায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল