জানা যায়, কোটিপতি হওয়ার স্বপ্নে প্রায়শই লটারির টিকিট কাটতেন মন্দির বাজারের মুলদিয়া ভবানীপুর গ্রামের বাসীন্দা লোকনাথ মন্ডল। পেশায় দর্জি হলেও কোটিপতি হওয়ার সাধ ছিল তাঁর মনে মনে । পরিবার বলতে স্ত্রী, ছোট্ট মেয়ে বাবা ও মাকে নিয়ে অভাবের সংসার তাঁর। তবে দারিদ্রের মাঝেও কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে প্রায়শই লটারির টিকিট কাটতেন তিনি। অন্যান্য দিনের মতো শুক্রবারও একটি লটারি টিকিট কেটে সযত্নে রেখে দিয়েছিলেন লোকনাথ। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন রাত ৮ টা লটারির টিকিট খেলার ফলাফল জানতে পারে লোকনাথ মণ্ডল। প্রথমেই একটু হতভম্ব হন তিনি ,পরে নিজেকে সামলে নিয়ে সটান হাজির হন থানাতে। থানায় গিয়ে নিজের কোটি টাকা পাওয়ার গল্প থানাতে জানিয়ে নিজের নিরাপত্তা চায় লোকনাথ। আর এমন ঘটনায় রাতেই শোরগোল পড়ে যায় মন্দির বাজার থানাতে।
advertisement
আরও পড়ুন : দল ছাড়তে চেয়ে ফেসবুকে বার্তা হাওড়ার তৃণমূল বিধায়কের, একই সুর মন্ত্রী অরূপের গলায়
আরও পড়ুন : আগামিকাল মহালয়ায় কি প্রবল বৃষ্টি নাকি ভ্যাপসা গরম, জেনে নিন তর্পণে যাওয়ার আগেই
পরে মন্দির বাজার থানায় নিজের কোটি টাকার লটারি রেখে প্রতিবেশী যুবকদের সঙ্গে বাড়ি ফেরে লোকনাথ মন্ডল। সদ্য কোটিপতি হয়ে চোখভরা স্বপ্ন এখন মন্দিরবাজারের যুবক লোকনাথ মণ্ডলের। তিনি জানান ওই টাকাতে ভাল বাড়ি করার সঙ্গে একটি ব্যবসা করারও ইচ্ছা আছে তার। স্বামী এক কোটি টাকা লটারি পুরস্কার পাওয়ায় খুশি লোকনাথের স্ত্রী। কাঠের জালে রান্না করতে করতে জানান ঈশ্বর তাঁদের দিকে ফিরে তাকিয়েছেন। এভাবে রাতারাতি কোটিপতি হওয়ায় খুশি ,লোকনাথ যে গেঞ্জি কারখানায় কাজ করেন সেই গেঞ্জি কারখানার সহকর্মী থেকে মালিক।
সুমন সাহা