আরও পড়ুন: অসময়ের বৃষ্টিতে ফুল চাষে ব্যাপক ক্ষতি, বাজারে গাঁদার দামে আগুন
স্থানীয় সূত্রে খবর, বামুনের চক থেকে ঢোলাহাট পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। পিচের আস্তরণ অনেক আগেই উঠে গিয়েছে। রাস্তাজুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির জলে সেই গর্তগুলি ভর্তি। রাস্তা না ডোবা তা বোঝাই দায়। দীর্ঘ ১৪ বছর ধরে রাস্তার এমন বেহাল দশা বলে দাবি করেছে মথুরাপুরের মানুষ।
advertisement
দীর্ঘ এই ১০ কিমি পথে একাধিক গ্রাম আছে। আছে একাধিক প্রাইমারি ও হাইস্কুল। সুন্দরবন উন্নয়ন পর্ষদের এই রাস্তা দীর্ঘ বছর সংস্কার না হওয়ায় নিত্য নাজেহাল হতে হচ্ছে বাসিন্দাদের। প্রত্যেকদিন দুর্ঘটনা লেগেই থাকছে। এই রাস্তা মেরামতির দাবিতেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এসইউসিআই(সি)-এর স্থানীয় নেতৃত্ব বিক্ষোভ দেখায়।
গুরুত্বপূর্ণ এই রাস্তা ৩ টি বিধানসভা ক্ষেত্রের মধ্য দিয়ে বিস্তৃত। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সারানো হয় না। বড় গর্তগুলি বুজিয়েও দেওয়া হয় না। ফলে বর্ষার সময় জল জমে সেগুলি ডোবার আকার নেয়। রাস্তায় গাড়ি চালানোর সময় বোঝা যায় না কোথা দিয়ে গাড়ি যাচ্ছে। ফলে হামেশাই দুর্ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে সন্ধের পর গাড়ি চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। খুব দরকার ছাড়া সন্ধের পর বের হন না কেউই। এই সমস্যা সমাধানের জন্য স্থানীয়রা মাঝেমধ্যেই বিক্ষোভ দেখান, তবুও সারানো হয় না রাস্তা। এই রাস্তার গুরুত্ব বিবেচনা করে দ্রুত রাস্তা সারানোর আবেদন করেছেন সকল গ্রামবাসি। এখন দেখার কবে সারানো হয় এই রাস্তা।
নবাব মল্লিক