ভাড়াটিয়ার সঙ্গে মালিকের বিবাদের ঘটনা হামেশাই দেখা যায় এলাকায়। তবে সেই বিবাদ যে এতদূর গড়াতে পারে সে সম্পর্কে ধারণা ছিল না কারুর। ঘটনার আকস্মিকতায় স্থানীয়রা প্রথমে হতচকিত হয়ে পড়েন। যদিও সাময়িক বিহ্বলতা কাটিয়ে তাঁরা দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু ততক্ষণে সেই আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এরপরই আগুনের সংস্পর্শে এসে ফেটে যায় গ্যাস সিলিন্ডার। তাতে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। জার জেরে পাশের তিনটি বাড়ি পরপর পুড়ে যায়। শেষে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। এই ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের গোবিন্দপুর গুরুপল্লীতে।
advertisement
আরও পড়ুন: কুণাল ঝড়ে মাত অশোকনগর, ঢেউ উঠেছিল রবিবার রাতে
আগুন লেগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর সবকিছু পুড়ে গিয়েছে। এই ঘটনায় গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ভাড়াটিয়া তরুণ হালদারকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি একসময় সপরিবারে এই বাড়িতে ভাড়া থাকত। কিন্তু অভিযোগ, অন্য ভাড়াটিয়াদের সঙ্গে তার রোজ ঝামেলা হত। মত্ত অবস্থায় তরুণ গালিগালাজ করত ও প্রতিবেশীদের হুমকি দিত। দিনের পর দিন এই ঘটনায় তিতিবিরক্ত বাড়ির মালিক রঞ্জন দে ওই ব্যক্তিকে বাড়ি ছাড়তে বলেন। এরপর সপ্তাহখানেক আগে পরিবার নিয়ে উঠে চলে যায় তরুণ। এরপর সোমবার তরুণ আবার ওই বাড়িতে এসে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়! এই ঘটনায় অভিযুক্ত ভাড়াটে তরুণ হালদারকে আটক করেছে পুলিশ।
নবাব মল্লিক