Musical Night: কুণাল ঝড়ে মাত অশোকনগর, ঢেউ উঠেছিল রবিবার রাতে

Last Updated:

অশোকনগর উৎসবের সমাপ্তি ঘোষণা হল বলিউড গায়ক কুণাল গঞ্জাওয়ালার ঝড় তোলা পারফরম্যান্সের মধ্য দিয়ে

সংগীত অনুষ্ঠান
সংগীত অনুষ্ঠান
উত্তর ২৪ পরগনা: কুণাল ঝড়ে মাতল অশোকনগর। বলিউডের বিখ্যাত গায়ক কুণাল গাঞ্জাওয়ালার গানে ঢেউ উঠল অশোকনগর উৎসবে। প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার জন্য ও লাইভ অনুষ্ঠান শুনতে উপচে পরেছিল মানুষের ভিড়। শুধু হাবরা-অশোকনগর নয়, আশপাশের এলাকা থেকেও বহু মানুষ এসেছিলেন। রবিবার এমনই ছিল অশোকনগর উৎসবের আমেজ।
অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে ও অশোকনগর পুরসভার সহযোগিতায় একই সঙ্গে আয়োজন করা হয় জেলা সবলা মেলা ও অশোকনগর উৎসবের। সাত দিন ধরে চলা এই অনুষ্ঠানের প্রতিদিনই ছিলেন কোনও না কোন‌ও বিশিষ্ট শিল্পীদের অনুষ্ঠান। প্রায় ৭৫ টির উপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল, পাশাপাশি ফুড কোর্ট সহ মেলায় ছিল নানা অনুষ্ঠানের আয়োজন। তবে এই অশোকনগর উৎসবের সেরা আকর্ষণ ছিলেন বলিউড গায়ক কুনাল গাঞ্জাওয়ালার গান। রবিবার রাত প্রায় ৯ টা নাগাদ মঞ্চে ওঠেন বলিউড কুণাল।
advertisement
advertisement
'তেরে বিন' খ্যান কুণাল গাঞ্জেওয়ালা মঞ্চে উঠতেই উপস্থিত দর্শকরা চিৎকারে ফেটে পড়েন। সামনে এই জনসমুদ্র দেখে অভিভূত হয়ে যান গায়কও। একের পর এক হিট হিন্দি গানের পাশাপাশি বাংলা গান করতেও দেখা যায় তাঁকে। এক সময় মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে গানের তালে তালে এক অনন্য পরিবেশ তৈরি হয় অশোকনগর বিধান চন্দ্র ক্রীড়াঙ্গনে। তবে এই উচ্ছ্বাসের মধ্যেও নিরাপত্তার বন্দোবস্ত যথেষ্ট আঁটোসাঁটো ছিল।
advertisement
ভিড় ঠেলে মাঠের ভেতরে প্রবেশ করতে না পেরে কয়েক হাজার মানুষ রবিবার রাস্তায় দাঁড়িয়ে গান শোনেন। প্রশাসনের নিরাপত্তার তারিফ করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবারের মিউজিক্যাল নাইটের মধ্যে দিয়েই এবারের অশোকনগর উৎসবের সমাপ্তি ঘোষনা করা হয়।
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Musical Night: কুণাল ঝড়ে মাত অশোকনগর, ঢেউ উঠেছিল রবিবার রাতে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement