এই এলাকাটি ব্লকের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এখানে উন্নয়ন হয়েছে বলে দাবি শাসক শিবিরের। উন্নয়নের চিহ্ন চোখেও পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়দের একাংশ। বিগত ৫ বছরে দ্রুত রূপ পরিবর্তন হয়েছে এই এলাকার। বেশ কয়েকটি নতুন রাস্তাও তৈরি হয়েছে। সঙ্গে এলাকায় রাইস মিল সহ একাধিক উন্নয়নমূলক পরিকাঠামো গড়ে উঠেছে। পুরানো রাস্তাগুলিকে সংস্কার করা হয়েছে। পঞ্চায়েত অফিসের মধ্যে বসানো হয়েছে রাস্তার সামগ্রী পরীক্ষা করার যন্ত্রপাতি।
advertisement
আরও পড়ুন: স্কুটিতে করে ঈশ্বর দর্শনে আসছিলেন, পথেই শেষ হয়ে গেল তরুণীর জীবন
তবে এলাকাবাসীর একাংশ আবার দাবি করেছেন, এলাকার বেশ কিছু জায়গায় জলের সমস্যা এখনও রয়ে গিয়েছে। গরমের সময় জলের স্তর একেবারে নেমে যায়। এর ফলে চাষের কাজে অসুবিধা হয়।
তবে জলের সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই এলাকায় নতুন ২ টি খাল কাটা হয়েছে। আরও একটি খাল কাটার পরিকল্পনা আছে বলেও জানান গিলারছাট পঞ্চায়েতের প্রধান নবীন মাল। এলাকায় জলের সমস্যা সমাধানে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দাবি করেন মথুরাপুর-২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় হালদার। শীঘ্রই ফলতা-মথুরাপুর জলপ্রকল্পের কাজ শেষ হলে সেই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তিনি।
নবাব মল্লিক