সেজন্য কাকদ্বীপে আয়োজিত হওয়া এই নাট্য উৎসবে সব নাটকই একাঙ্ক নাটক ছিল বলে খবর। এ নিয়ে এই অনুষ্ঠানের আয়োজক প্রসাদ কুমার মাইতি জানান ৫০ বছর ধরে এই নাট্য উৎসব কাকদ্বীপে করে আসছেন তাঁরা। আগে নাটক দেখতে প্রচুর লোক আসত। এখন দর্শক অনেকটাই কমেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক নাটকের দিকে ঝুঁকতে হয়েছে তাদের। বর্তমানে এই শিল্পকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টাই তারা করছেন।
advertisement
এখন লোকের হাতে বেশি সময় না থাকায় তারাও একাঙ্ক নাটক মঞ্চস্থ করার দিকে তারা ঝুঁকেছেন। বর্তমানে নাটক দিয়ে মানুষকে আকর্ষণ করার জন্য বছরের বিশেষ দিনগুলিতে তারা বিশেষ বিশেষ নাটকের আয়োজন করে থাকেন। সারাবছরই এই কাজ চলতে থাকে। এবছর এই নাট্য উৎসব ৫০ বছরে পদার্পণ করায় একসপ্তাহ ধরে অনুষ্ঠান চলছে। এই নাটক দর্শকদের খুবই ভাল লাগবে বলে আশাবাদী তিনি।
advertisement
Nawab Mallick
Location :
First Published :
Dec 31, 2022 3:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নাটককে বাঁচিয়ে রাখার সংকল্প নিয়ে শেষ হল কাকদ্বীপ নাট্য উৎসব





