TRENDING:

South 24 Parganas News: নাটককে বাঁচিয়ে রাখার সংকল্প নিয়ে শেষ হল কাকদ্বীপ নাট‍্য উৎসব

Last Updated:

নাটককে বাঁচিয়ে রাখার সংকল্প নিয়ে শেষ হল কাকদ্বীপ নাট‍্য উৎসব। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে এই উৎসব শেষ হয়। অনুষ্ঠানের মঞ্চ থেকে উদ‍্যোক্তরা নাটককে নিয়ে প্রায় হারিয়ে যেতে বসা শিল্প, সাহিত‍্যকে বাঁচিয়ে রাখার সংকল্প গ্রহণ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাকদ্বীপ : নাটককে বাঁচিয়ে রাখার সংকল্প নিয়ে শেষ হল কাকদ্বীপ নাট‍্য উৎসব। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে এই উৎসব শেষ হয়। অনুষ্ঠানের মঞ্চ থেকে উদ‍্যোক্তরা নাটককে নিয়ে প্রায় হারিয়ে যেতে বসা শিল্প, সাহিত‍্যকে বাঁচিয়ে রাখার সংকল্প গ্রহণ করেন। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নাটক সৃষ্টি না হওয়ায় দর্শক নাটক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তা এক বাক‍্যে স্বীকার করেছেন সকলেই। সেই সঙ্গে দীর্ঘ সময় ধরে নাটক মঞ্চস্থ না করে একাঙ্ক নাটক মঞ্চস্থ করলে দর্শক বেশি আসছে বলে জানিয়েছেন উদ‍্যোক্তরা।
advertisement

সেজন‍্য কাকদ্বীপে আয়োজিত হওয়া এই নাট‍্য উৎসবে সব নাটকই একাঙ্ক নাটক ছিল বলে খবর। এ নিয়ে এই অনুষ্ঠানের আয়োজক প্রসাদ কুমার মাইতি জানান ৫০ বছর ধরে এই নাট‍্য উৎসব কাকদ্বীপে করে আসছেন তাঁরা। আগে নাটক দেখতে প্রচুর লোক আসত। এখন দর্শক অনেকটাই কমেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক নাটকের দিকে ঝুঁকতে হয়েছে তাদের। বর্তমানে এই শিল্পকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টাই তারা করছেন।

advertisement

এখন লোকের হাতে বেশি সময় না থাকায় তারাও একাঙ্ক নাটক মঞ্চস্থ করার দিকে তারা ঝুঁকেছেন। বর্তমানে নাটক দিয়ে মানুষকে আকর্ষণ করার জন‍্য বছরের বিশেষ দিনগুলিতে তারা বিশেষ বিশেষ নাটকের আয়োজন করে থাকেন‌। সারাবছরই এই কাজ চলতে থাকে‌। এবছর এই নাট‍্য উৎসব ৫০ বছরে পদার্পণ করায় একসপ্তাহ ধরে অনুষ্ঠান চলছে। এই নাটক দর্শকদের খুবই ভাল লাগবে বলে আশাবাদী তিনি।

advertisement

View More

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নাটককে বাঁচিয়ে রাখার সংকল্প নিয়ে শেষ হল কাকদ্বীপ নাট‍্য উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল