পাশাপাশি এলাকার গৃহবধূর মৃত্যুর খবর জানার পর এলাকার পুর সভার নাগরিকরা ক্ষোভে ফেটে পড়ে। তারা একের পর এক অভিযোগ নিয়ে পুরসভার উপরে দায় চাপিয়ে দেয়। তাদের দাবি এলাকার ড্রেন কোনও ভাবেই পুরসভা পরিষ্কার করে না। পাশাপাশি কয়েকটি ডোবা আছে৷ সেগুলিতে বৃষ্টির জল জমে আছে পুরসভা নজর নেই বলে দাবি এলাকার মানুষদের। পাশাপাশি তারা আরও জানায় আগে এই পুরসভা কংগ্রেসের দখলে ছিল তখনও বহুবার আমরা বলেছি কোন কাজ হয়নি। এখন পুরসভা তৃণমূলের দখলে এদের কেউ বারবার বলার সত্ত্বেও ড্রেনগুলি এভাবেই পড়ে আছে কোন রকম পরিষ্কার করা হচ্ছে না।ওই গৃহবধূর মৃত্যুর পরই আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। এলাকার ড্রেন এবং জমে থাকা জলের ডোবা দেখিয়ে তারা জানায়, একাধিকবার পৌরসভা কে জানিয়েও আবর্জনা মুক্ত হয়নি তাদের এলাকা।
advertisement
আরও পড়ুন South 24 Parganas News : বাংলার দুর্গাপুজো দেখতে চলে এলেন ফ্রান্সের ইঞ্জিনিয়াররা
গৃহবধূর মৃত্যু ঘটনা দুঃখজনক জানিয়ে ভাইস চেয়ারম্যান রথীন মণ্ডল বলেন, মাত্র ৬ মাস হয়েছে তারা দায়িত্ব পেয়েছেন৷ আগের পৌরসভার এই ওয়ার্ডের কাউন্সিলর জল নিকাশি ব্যবস্থায় গুরুত্ব না দেওয়ায় যত্রতত্ত্ব জল জমে ডোবা এবং ড্রেনে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, আমাদের পুরসভার তরফ থেকে একটি মেডিক্যাল টিম বানানো হয়েছে৷ সেই টিম পুরো সভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছে এবং পুরো নাগরিকদের কাছ থেকে খোঁজ নিচ্ছে কোন ব্যক্তি অসুস্থ আছে কিনা। যদি কোন ব্যক্তি জ্বর থাকে তাদেরকে ব্লাড টেস্ট করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে।
সুমন সাহা