মূলত এই পার্কটি গড়ে উঠেছে রায়দিঘীর প্রাচীন দিঘীকে কেন্দ্র করে। শতাব্দী প্রাচীন এই দিঘীর নামেই এলাকার নাম।
আরও পড়ুন: পাঁচ দিনে গায়েব ২০ লাখ কোটি টাকা! রইল শেয়ার বাজার পতনের ৫ প্রধান কারণ!
সেই দিঘীকেই নতুন করে পর্যটকদের কাছে তুলে ধরতে উদ্যোগ নিয়েছিল সুন্দরবন উন্নয়ন পর্ষদ। প্রায় ৭০ বিঘা জায়গা জুড়ে অবস্থিত এই দিঘীটি। সংস্কারের অভাবে একসময় পতিত হয়ে পড়ছিল এই দিঘীটি। বর্তমানে সুন্দরবন উন্নয়ন পর্ষদ, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ, রাজ্যের পর্যটন বিভাগ সহ একাধিক দপ্তরের উদ্যোগে এই দিঘীর সংস্কারের কাজ করা হয়।
advertisement
বর্তমানে আমূল বদলে ফেলা হয়েছে দিঘীটিকে। বর্তমানে দিঘীর চারিদিকে সুসজ্জিত ফুলের গাছ লাগানো হয়েছে। পর্যটকদের থাকার জন্য তৈরী করা হচ্ছে কটেজ।এই দিঘীর মধ্যে সুন্দরবনের ঐতিহ্যবাহী গাছ সুন্দরী, গরাণ, গেওয়া সহ একাধিক ম্যানগ্রোভ গাছের ছোট চারা বসানো হয়েছে। ফলছ পর্যটকরা এখন থেকেই আসতে শুরু করেছেন এই দিঘীতে। আর সেজন্য পর্যটন শিল্প নিয়ে আশায় বুক বাধছেন স্থানীয় বাসিন্দারা।
নবাব মল্লিক