আরও পড়ুন: নিষিদ্ধ কাফ সিরাপ বাংলাদেশে পাচারের সময় ধৃত ১, উদ্ধার প্রচুর ফেনসিডিল
শুক্রবার এফবি স্বর্ণনারায়ণ নামে একটি ট্রলার মাছ ধরার জন্য মৎস্যজীবীদের নিয়ে বঙ্গোপসাগরের রওনা দেয়। মৎস্যজীবীদের সেই দলেই ছিলেন হরিপদ জানা। কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ ওই মৎস্যজীবী ট্রলার থেকে পড়ে যান বলে বাকি মৎস্যজীবীরা জানিয়েছেন। তাঁরা ওই মৎস্যজীবীকে উদ্ধারের খুব চেষ্টা করেন, কিন্তু তাতে লাভ হয়নি বলে ওই ট্রলারের বাকি মৎস্যজীবীদের দাবি।
advertisement
এরপর কাকদ্বীপের মৎস্যজীবী ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেন এফবি স্বর্ণনারায়ণ ট্রলারে থাকা বাকি মৎস্যজীবীরা। সেই খবর পেয়ে শনিবার সকালে আরও ট্রলার পাঠানো হয়েছে ঘটনাস্থলের দিকে। ওই মৎস্যজীবীর সন্ধানে মাঝ সমুদ্রে চলছে তল্লাশি অভিযান। কিন্তু এই খবর আপলোডের সময় পর্যন্ত হরিপদ জানা নামে ওই মৎস্যজীবীর কোনও সন্ধান পাওয়া যায়নি। আগামীকালও তল্লাশি অভিযান জারি থাকবে বলে জানা গিয়েছে। এদিকে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় তল্লাশি অভিযান বারে বারে ব্যাহত হচ্ছে। এই ঘটনায় কাকদ্বীপের মৎস্যজীবী ইউনিয়নের সভাপতি সতীনাথ পাত্র জানান, গোটা ঘটনার দিকে নজর রেখেছেন তাঁরা। নিখোঁজ মৎস্যজীবীকে উদ্ধারের সবরকম চেষ্টা চালানো হচ্ছে। এদিকে এই ঘটনার পর দুশ্চিন্তায় ভুগছে নিখোঁজ মৎস্যজীবীর পরিবার।
নবাব মল্লিক