৭ই অক্টোবর কুলপিতে রয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলার পুজো কার্নিভাল। সেখানেই জেলার অধিকাংশ পুজো কমিটি অংশগ্রহণ করবে। কার্নিভালের পরেই বিসর্জন হওয়ার কথা। ফলে এখনও দর্শনার্থীরা পুজো দেখার ২ দিন হাতে সময় পাবেন। অধিকাংশ বনেদি বাড়ির পুজো প্রথা মেনে আজই বিসর্জন হবে। এর ফলে নিরঞ্জন ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জনের পর যাতে কোনো প্রতিমার কাঠামো পুজোর উপকরণ না পড়ে থাকে সেদিকটিও লক্ষ্য রাখছে প্রশাসন।
advertisement
আরও পড়ুনঃ উমা ফিরছেন কৈলাশে, মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর!
প্রতিমা নিরঞ্জনের পর কোনোভাবেই জলদূষন না ঘটে সেদিকটিও লক্ষ্য রাখা হচ্ছে। পুজো দেখার জন্য হাতে আরও কিছুদিন সময় থাকলেও, শাস্ত্রমতে আজই পুজোর শেষ দিন। ফলে বিষাদের সুর ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে। একাধিক জায়গায় চলছে সিঁদুর খেলা। পুজোর আনন্দ শেষ হয়ে, আবারও শুরু হল আগামী বছরের জন্য দিনগোনার পক্রিয়া।
Nawab Mallick