TRENDING:

South 24 Parganas Durga Puja 2022 II মা'কে বিদায় জানানোর পালা, ডায়মন্ড হারবার জুড়ে চলছে বিজয়া দশমী

Last Updated:

বুধবার শাস্ত্রমতে শুরু হয়ে গিয়েছে বিজয়া দশমী। সেজন‍্য কাকদ্বীপে বেশ কিছু পুজো মন্ডপে শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলা। মাকে বিদায় জানানোর পক্রিয়া। বিষাদের সুর বেজে উঠেছে সর্বত্রই। ডায়মন্ডহারবারেও চলছে এই সিঁদুর খেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাকদ্বীপ : বুধবার শাস্ত্রমতে শুরু হয়ে গিয়েছে বিজয়া দশমী। সেজন‍্য কাকদ্বীপে বেশ কিছু পুজো মন্ডপে শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলা। মাকে বিদায় জানানোর পক্রিয়া। বিষাদের সুর বেজে উঠেছে সর্বত্রই। ডায়মন্ডহারবারেও চলছে এই সিঁদুর খেলা। ডায়মন্ডহারবারে বিসর্জনের জন‍্য ঠিক করা হয়েছে নতুন পোলের কাছে নিরঞ্জন ঘাট। এবছর ঘাটে থাকছে কড়া নিরপত্তার বন্দোবস্ত। যে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৈরি থাকছে র‍্যাপিড আ্যকশন টিম। তবে এবছর দক্ষিণ ২৪ পরগণা জেলায় অধিকাংশ পুজোর বিসর্জন আজ হচ্ছেনা। বুধবার কিছু বারোয়ারি পুজো ও বনেদি বাড়ির পুজোর বিসর্জন হলেও জেলার অধিকাংশ পুজোর বিসর্জন হতে এখনও বেশ কিছুটা দেরী রয়েছে।
advertisement

অক্টোবর কুলপিতে রয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলার পুজো কার্নিভাল। সেখানেই জেলার অধিকাংশ পুজো কমিটি অংশগ্রহণ করবে। কার্নিভালের পরেই বিসর্জন হওয়ার কথা। ফলে এখনও দর্শনার্থীরা পুজো দেখার দিন হাতে সময় পাবেন। অধিকাংশ বনেদি বাড়ির পুজো প্রথা মেনে আজই বিসর্জন হবে। এর ফলে নিরঞ্জন ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জনের পর যাতে কোনো প্রতিমার কাঠামো পুজোর উপকরণ না পড়ে থাকে সেদিকটিও লক্ষ‍্য রাখছে প্রশাসন।

advertisement

আরও পড়ুনঃ উমা ফিরছেন কৈলাশে, মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর!

প্রতিমা নিরঞ্জনের পর কোনোভাবেই জলদূষন না ঘটে সেদিকটিও লক্ষ‍্য রাখা হচ্ছে। পুজো দেখার জন‍্য হাতে আরও কিছুদিন সময় থাকলেও, শাস্ত্রমতে আজই পুজোর শেষ দিন। ফলে বিষাদের সুর ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে। একাধিক জায়গায় চলছে সিঁদুর খেলা। পুজোর আনন্দ শেষ হয়ে‌, আবারও শুরু হল আগামী বছরের জন‍্য দিনগোনার পক্রিয়া।

advertisement

View More

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas Durga Puja 2022 II মা'কে বিদায় জানানোর পালা, ডায়মন্ড হারবার জুড়ে চলছে বিজয়া দশমী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল