পরিবারের অভিযোগ, ভোটের আগের দিন ৭ জুলাই রাতে তৃণমূল কর্মীকে রাস্তায় আটকে লাঠিসোটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। আজ শনিবার সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়।
দার্জিলিং খবর | Darjeeling News
আরও পড়ুনঃ দার্জিলিং-কালিম্পং যাওয়ার টিকিট কেটেছেন? কতটা দুর্ভোগ কপালে? রইল ৫ দিনের আবহাওয়ার আপডেট
advertisement
এ দিকে, হামলার সঙ্গে যোগ অস্বীকার করেছে আইএসএফ। এই নিয়ে পঞ্চায়েত ভোট-সন্ত্রাসে বাংলায় ৩৮ দিনে ৫৪ জনের মৃত্যু হল। ভোট গণনার ২ দিন পর ফের বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ভাঙড়। গুরুতর জখম হন ৪ জন আইএসএফ কর্মী।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরও ভাঙড় শান্ত হয়নি। ভাঙড়ে বৃহস্পতিবার রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। বাসিন্দাদের আক্ষেপ, আগে এই সক্রিয়তা দেখালে হয়ত এত প্রাণ ঝরত না। কিন্তু কই ? কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, ভাঙড়ে ফের ঝরে গেল প্রাণ।
সুমন সাহা