জয়নগরের এই যুবকরা এক একজন এক এক পেশায় প্রতিষ্ঠিত। তাঁরা বছরভর নানান সামাজিক কাজকর্ম করে থাকেন। এবার সেই টিমকে দেখা গেল অন্য আঙ্গিকে। গত কয়েকদিন ধরে ভালই শীত পড়েছে। আর এই শীতের রাতেই বিভিন্ন রেল স্টেশনে প্রচন্ড ঠান্ডার মধ্যে বেশ কিছু মানুষকে শুয়ে থাকতে দেখা যায়। সেইসব অসহায় মানুষদের কথা ভেবেই গত কয়েকদিন ধরেই এদের একটি বিশেষ দল কখনও গাড়িতে, কখনও ট্রেনে কম্বল নিয়ে পৌঁছে যাচ্ছে বিভিন্ন রেল স্টেশনে। প্রাথমিক স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষের নেতৃত্বে এলাকার অন্যতম সদস্য ডাক্তার হরিসাধন নস্কর, দেবব্রত হালদার, তরুণ হালদার, অলকেশ গায়েনরা রাতে কম্বল নিয়ে পৌঁছে যান জয়নগর রেলস্টেশনে। সেখানে রেল পুলিশের সহযোগিতায় রেলস্টেশনে থাকা ভবঘুরেদের হাতে কম্বল তুলে দেন।
advertisement
আরও পড়ুন: রুবেলার ভ্যাকসিনেশন শুরু হবে, শিশুদের ডান হাতে দেওয়া হবে এই টিকা
এরপর রাতেই সেখান থেকে বহরু, দক্ষিণ বারাশত, হোগলা এবং গোচরণ স্টেশনে থাকা আরও প্রায় ৩০ জন দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন তাঁরা। শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে যে সমস্ত ভবঘুরেরা ঠান্ডায় কষ্ট পাচ্ছে তাদের কথা মাথায় রেখেই এই কম্বল তুলে দেওয়া হয় বলে জানান উদ্যোক্তারা।
এই বিষয়ে জয়নগর উত্তরচকের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন, আজ আমরা ৩০ জনকে কম্বল তুলে দিয়েছি। বিগত দিনে কীভাবে এই সমস্ত মানুষের পাশে থাকা যায় সেটা নিয়ে আমরা ভাবছি। শুধু কম্বল নয়, ওদের কোনরকমভাবে একটু সাহায্য করতে পারলেই আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আমাদের মত এই সমস্ত মানুষের কথা মাথায় রেখে আরও সহৃদয় ব্যক্তি যদি এগিয়ে আসেন তাহলে ভালো লাগবে।
সুমন সাহা