আরও পড়ুন: বাঘের সামনে বনজীবীদের ভরসা জোগায় মুখোশ! এখন তৈরি হচ্ছে কাকদ্বীপে
তবে কাগজ বা প্লাস্টিকের তৈরি লুডো বা ছক্কা ঘুটি নয়, হারিয়ে যাবার স্মৃতি আঁকড়ে রাখতে মোবাইলেই লুডো খেলার অভিনব উদ্যোগ উদ্যোক্তাদের। দক্ষিণ বারাসাত ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই প্রথম ৩২ দলীয় লুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। দুদিন ব্যাপী এই লুড প্রতিযোগিতায় অংশ নেয় ৩২টি দল । যার এন্ট্রি ফি ১৫০ টাকা। রয়েছে প্রথম ও দ্বিতীয় হলে সুদৃশ্য ট্রফি সহ বিশেষ পুরস্কার। পুরানো দিনের হারিয়ে যাওয়া এই স্মৃতি মোবাইলের মধ্যমে ফিরে পেয়ে খুশি নতুন ও পুরনো প্রজন্ম । তারা চাইছে নতুন করে পুরনো দিনের হারিয়ে যাওয়া খেলাধুলো আবার চালু হোক।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2024 3:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এ যেন বড়সড় ট্যুরনামেন্ট! ৩২ দলের লুডো প্রতিযোগিতা দক্ষিণ বারাসাতে