আরও পড়ুন North 24 Parganas News: এ এক অদ্ভুত অ্যাম্বুলেন্সের গল্প! শুনলে চমকে যাবেন!
প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা দৈনিক মজুরিতে কাজ করে যাচ্ছে ঘরের মহিলারা। সারা বছর গৃহেস্থের হেঁসেল সামলানো আর পুজোর কয়েকটা মাস সন্তানদের নতুন জামা কাপড় উপহার দিতে ও পরিবারের হাল ধরতে চিন্ময়ী সাজ তৈরি করতে কোমর বেঁধে নেমে পড়েন মহিলারা। শিল্পী দেবী নস্কর বলেন, ২৫ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত গত দু'বছর করোনার মহামারীর কারণে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমাদের। কিন্তু এ বছরে অগ্নিমূল্য বাজার কাঁচামালের দাম আকাশ ছোঁয়া তেমনভাবে সেই তুলনায় দাম পাচ্ছি না আমরা ফলে আংশিক হলেও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের।
advertisement
উমা বায়েন নামে শিল্পী বলেন, গত দু বছরে লাভের মুখ তেমন দেখতে পাইনি আমরা, দু বছরের খরা কাটিয়ে আবার লাভের মুখ দেখায় আশা বুক বেধেছি। আমরা এখানে প্রায় ১০-১৫ জন মহিলা কাজ করি। বছরের অন্যান্য সময় আমরা গৃহেস্থের কাজ করলেও দুর্গাপুজোর এই কয়েক মাস পরিবারের মুখে হাসি ফোটাতে আমরাও ঘরের কাজ করে সময় বার করে দেবী দুর্গার সাজ তৈরি করি। দেব দেবীর জন্য আমরা ডাকের সাজ তৈরি করি৷ পুজোর এই কয়েক মাস আমরা চরম ব্যস্ততা মধ্যেই কাটাই। পরিবারের মুখে একটু হাসি ফোটাতে দিনরাত এক করে কষ্ট করে যায় আমরা।
সুমন সাহা





