TRENDING:

South 24 Parganas News: আলোর দিশারী সংস্থার উদ্যোগে জয়নগর থানার সহায়তায় নারী পাচার বিরোধী পদযাএা হয়ে গেল

Last Updated:

জয়নগর থানার  দক্ষিন বারাশতে সুচেতনা ও আলোর দিশারী সংস্থার উদ্যোগে জয়নগর থানার সহায়তায় নারী পাচার বিরোধী পদযাএা হয়ে গেল।এই পদযাএার মধ্যে দিয়ে এদিন বন্ধ হোক মানব পাচারের উপর বিভিন্ন প্লাকার্ড হাতে বহু নারী, পুরুষ, ছাএ ছাএীরা অংশ নেন।নারী পাচার বন্ধ করতে কি ভাবে সচেতন হতে হবে সে বিষয়ে আলোকপাত করা হয় এদিনের পদযাএার মধ্যে দিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: জয়নগর থানার দক্ষিণ বারাসতের সুচেতনা ও আলোর দিশারী সংস্থার উদ্যোগে জয়নগর থানার সহায়তায় নারীপাচারের বিরুদ্ধে পদযাত্রার আয়োজন করা হল। এই পদযাএার মধ্যে দিয়ে এদিন বন্ধ হোক মানব পাচারের উপর বিভিন্ন প্লাকার্ড হাতে বহু নারী, পুরুষ, ছাত্রছাত্রীরা অংশ নেন। নারীপাচার বন্ধ করতে কীভাবে সচেতন হতে হবে সে বিষয়ে আলোকপাত করা হয় এদিনের পদযাত্রার মধ্যে দিয়ে।
নারী পাচার রুখতে পদযাত্রা
নারী পাচার রুখতে পদযাত্রা
advertisement

আরও পড়ুনঃ দিদিমা ও ভাইকে খুন দম্পতির! তদন্তের শুরুতেই চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

বিভিন্ন সময় জানা যায় আর ভাল চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের পাচার করার পর শেষ পর্যন্ত তাঁদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। অর্থলোভী, অসৎ ব্যক্তি এবং দালালদের খপ্পরে পড়ে এভাবেই নিঃশেষ হয়ে যাচ্ছে অনেক মানুষের জীবন। এই সমস্ত বিষয়ের উপরে নজর দিয়ে নারীরা যাতে সচেতন থাকে  তাই এই পদযাত্রার আয়োজন করা হয় ।

advertisement

View More

মূলত তাদের হাতে বিভিন্ন  প্লাকার্ড দেখতে পাওয়া যায়। নারী পুরুষ সমতার উন্নয়নের যাত্রায় বদলে যাবে বিশ্বকর্মে নতুন যাত্রা। তার পাশাপাশি সময় এখন নারী উন্নয়নে বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্মজীবনের ধারা। আলোর দিশারী, সুচেতনার সদ‍স‍্যরা মনে করে আত্মরক্ষার প্রশিক্ষণ খুবই দরকার আছে বর্তমান সমাজে। তাই, তাঁরা এই ধরনের প্লাকার্ড হাতে নিয়ে পদযাত্রা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: আলোর দিশারী সংস্থার উদ্যোগে জয়নগর থানার সহায়তায় নারী পাচার বিরোধী পদযাএা হয়ে গেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল