আরও পড়ুন: অন্ধকার ঘুচে আলোয় ফিরবে ঘোড়ামারা
প্রায় ২ বছর পর সেই ব্রিজ তৈরির কাজ শেষ হয়। সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই ব্রিজ তৈরি করতে সেসময় খরচ হয়েছিল প্রায় ২৫ কোটি টাকা। নতুন ব্রিজ তৈরি হওয়ায় আশায় বুক বাঁধতে থাকে স্থানীয় বাসিন্দারা। এর মধ্যেই ব্রিজের নলগোড়া প্রান্তে আ্যপ্রোচ রোড তৈরির কাজ শেষ হয়।
advertisement
কিন্তু বাড়িভাঙা প্রান্তে জমিজটে আটকে যায় আ্যপ্রোচ রোড তৈরির কাজ। ততদিনে ব্রিজ হয়ে যাওয়ায় নৌকার সংখ্যার কমেছিল নদীতে।
আরও পড়ুন: তাঁর পুজো করতেই কমে বাঘের আক্রমণ! সুন্দরবনের সেই জাগ্রত কালী এবার নতুন মন্দিরে
ফলে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে চাঁদা তোলার পর মাটি ফেলে বাড়িভাঙা প্রান্তে আ্যপ্রোচ রোড তৈরি করেন।কিন্তু সেই আ্যপ্রোচ রোড পরিকল্পনামাফিক না হওয়ায় সেটি খাড়াই থেকে যায়। ফলে প্রতিনিয়ত সেখানে দুর্ঘটনা ঘটছে। নলগোড়াতে নবনির্মিত সেতুর আ্যপ্রোচ রোড এভাবে যে বিপদ ডেকে আনবে তা ভাবতে পারেননি কেউই। সম্প্রতি জমিজটের সমস্যা মিটেছে বলে খবর।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সেজন্য স্থানীয়রা সরকারি উদ্যোগে দ্রুত এই সমস্যার সমাধান করার দাবি তুলেছেন। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।
নবাব মল্লিক