ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাশীপুর থানার বিশাল পুলিশ ফোর্স। ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি কীভাবে এলাকায় বোমা বিস্ফোরণ ঘটল সে বিষয়ে এলাকার মানুষদের জিঞ্জাসাবাদ করেন পুলিশ কর্মীরা।
আরও পড়ুন ঃ রায়দিঘির ৩ টি পঞ্চায়েত তৃণমূলের থেকে ছিনিয়ে নিল বিজেপি
মূলত কচুয়া গ্রামের একটি বাঁশ বাগানের ভিতরে গোয়ালঘরে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় এক ব্যক্তি দিলবার হোসেন বলেন, “আমরা শুক্রবার মসজিদে নামাজ পড়ছিলাম হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আমরা গিয়ে দেখি একটি বাঁশ বাগানে বোমা বিস্ফোরণ হয়েছে।”
advertisement
তবে তিনি এও জানান যে, “কে বা কারা এখানে বোমা রেখেছে তা আমরা জানিনা। কী কারনে এখানে বোমা মজুদ ছিল সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং তদন্ত শুরু করেছে। আমরা চাই এই বোমা বিস্ফোরণের পিছনে যুক্ত থাকা অভিযুক্তদের পুলিশ অবিলম্বে শাস্তি দিক।”
সুমন সাহা