ফলে চিন্তার ভাঁজ বাগান মালিকদের। এই সুযোগে বাজার দখল করছে নাসিকের কমলালেবু । শীতের দুপুর । গায়ে মিঠে রোদের তাপ। সঙ্গে কমলা লেবুর স্বাদ। না । এবার হয়তো দার্জিলিংয়ের কমলালেবুর স্বাদ থেকে কিছুটা বঞ্চিত হতে চলেছে আম বাঙালি । কারণ, দার্জিলিংয়ের কমলালেবুর জোগান এবারে অনেকটাই কম ।
আরও পড়ুন: One Nation One Ration Card: Free রেশন প্রাপকদের জন্য বাম্পার খবর! Modi সরকারের বিরাট সিদ্ধান্ত
advertisement
বিজনবাড়ি এলাকায় একাধিক কমলালেবুর বাগান রয়েছে । গাছ রয়েছে । কিন্তু ফলন নেই । ফলন যে কম তা লেবু গাছের দিকে তাকালেই বোঝা যায়। গুটি কয়েক দোকানে কমলা লেবু আসলেও তার দাম এতটাই যে মধ্যবিত্তদের ধরা ছোয়ার বাইরে।ফলে দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে,দার্জিলিং এর কমলা লেবুর স্বাদ নিতে না পাড়লেও নাগপুর,ভূটান ও কেনো নিয়ে কাজ চালাতে হচ্ছে । পরিবেশ দূষণও কৃষি দফতরকেই মূলত দায়ী করছে কমলা চাষীরা ।
আরও পড়ুন: Murshidabad News: পারিবারিক বিবাদের জের! ধারালো অস্ত্র দিয়ে কোপানো হল এক ব্যক্তিকে!
অন্যান্য চাষের মত কমলা চাষে কৃষি দফতের ভূমিকা নেই বলে অভিযোগ করেন ।পাশাপাশি গাছের গ্রোথ ও ফলন কম হওয়ার জন্য পরিবেশ দূষণকে দায়ী করছে তারা। এছাড়াও রোগ পোকার আক্রমণ, আবহাওয়ার পরিবর্তন ও ভাইরাসের দাপটে দার্জিলিংয়ের কমলালেবুর গুণগত মান কমছে । কলকাতা,বিহার,মধ্যপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় কমলা লেবু রফতানিহত শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারে । এখন স্থানীয় বাজারেই লেবু দিতে পারছেন না বলে জানান ব্যাবসায়ীরা।তবে তারা আশাবাদী শিঘ্রই ফিরবে দার্জিলিং এর কমলা ।
অনির্বাণ রায়