জানা যায় কিছুদিন আগে রাত আটটা নাগাদ রাজগঞ্জের সুকানি অঞ্চল অফিসের কিছুটা দূরেই দুই বন্ধুর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এরপর তাদের তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হলে দুদিন চিকিৎসার পর মারা যায় তারা। ঘটনায় রাজগঞ্জ থানায় অভিযোগ দায়েরও হয়েছিল।
আরও পড়ুন: ডিম আমিষ নাকি নিরামিষ কখনও ভেবে দেখেছেন? উত্তর জানলে চমকে যাবেন
advertisement
কিন্তু হঠাৎ গতকাল বিকেলে দেখা যায় কবরস্থানে কবরের মাটি সরিয়ে মৃতদেহের মাথা নিয়ে উধাও হয়ে যায়। ঘটনায় আমবাড়ি আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। এলাকায় এমন ঘটনা এর আগে কখনও হয়নি বলে জানা যায়।
আরও পড়ুন: ৭ সন্তানের বাবা-মা আরেক সন্তান চেয়েছিলেন, হাসপাতালে অস্ত্রোপচারের পর চোখ কপালে সকলের! একসঙ্গে আরও ৫
স্থানীয়দের একাংশ মনে করছে, তাদের ইচ্ছাকৃত ভাবে খুন করা হয়েছে। যদি ভবিষ্যতে সিবিআই তদন্ত হয় তারই জন্য প্রমাণ লোপাট করার চেষ্টা করে এই পরিকল্পনা করা হয়েছে। মৃতের পরিবারের দাবি, পুলিশ দ্রুত তদন্ত করে যথারীতি ব্যবস্থা নিক। মৃতের নাম শাহেদ আলি বয়স ১৭। কী ভাবে কবর থেকে কঙ্কালের মাথা চুরি হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
অনির্বাণ রায়