১৯৯৫ সাল থেকে পাহাড় চড়া শুরু করেছিলেন দেবব্রত। তারপর থেকেই লক্ষ্য ছিল “সেভেন সামিট” শেষ করার। অর্থাৎ ৭ টি মহাদেশের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবার। সে ইচ্ছে আজও জীবন্ত। এখনও পর্যন্ত গোটা বিশ্বে ৩ টি মহাদেশের সর্বোচ্চ পাহাড়ের শিখরে পৌঁছে গিয়েছে তিনি। তার মধ্যে রয়েছে আর্জেন্টিনা মহাদেশের আকোংকাগুয়া, আফ্রিকার কিলিমাঞ্জারো, রাশিয়ার এলব্রুস। বাকি রয়ে গিয়েছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট ভিনসন, ডেনালি, কারস্টেনজ পিরামিড। এই সবগুলি সামিট সম্পন্ন করার জন্য অর্থের দরকার। তার জন্যেই পিছিয়ে পড়ছেন তিনি।
advertisement
শিলিগুড়ি খবর | Siliguri News
দেবব্রবাবু জানিয়েছেন, “পর্বতারোহণ করতে শরীর ঠিক রাখতে হয়। তাই ম্যারাথন শুরু করেছিলাম। এখন প্রফেশনালি দৌড়চ্ছি। তবে বিশ্বের সাতটি সর্বোচ্চ শিখরে ওঠার স্বপ্ন এখনও মরে যেতে দিইনি। ” তিনি আরও বলেন, “এভারেস্ট বাড়ির পাশেই নেপালে। সেখানে যেতে ৩০ লক্ষ টাকার প্রয়োজন। সে জন্য বারবার পিছিয়ে পড়ছি। ”
অনির্বাণ রায়