TRENDING:

Siliguri News: 'সেভেন সামিট' শেষ করতে চান শিলিগুড়ির দেবব্রত, বাঁধা হয়ে দাঁড়িয়েছে অর্থ

Last Updated:

১৯৯৫ সাল থেকে পাহাড় চড়া শুরু করেছিলেন দেবব্রত। তারপর থেকেই  লক্ষ্য ছিল "সেভেন সামিট" শেষ করার। অর্থাৎ ৭ টি মহাদেশের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবার। সে ইচ্ছে আজও জীবন্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ‘সেভেন সামিট’ শেষ করার লক্ষ্যে শিলিগুড়ি দেবব্রত! স্বপ্নপূরণে বয়স যে কোনও বাধা নয়, তা বারবার প্রমাণ করছেন শিলিগুড়ির  ৪৯ বছর বয়সি দেবব্রত। ছোট থেকেই মাউন্টেন ক্লাইম্বিং-এর ওপর ঝোঁক  তাঁর। ক্লাইম্বিং-এর জন্য শরীর চর্চা দরকার। তিনি শুরু করেন ম্যারাথন দৌড়। এখন তিনি প্রফেশনাল ম্যারাথন রানার। ম্যারাথন রানার হিসেবে ইতিমধ্যেই স্পেন, রাশিয়া, আমেরিকা, ইউরোপ, নেপাল মিলিয়ে ২৭ টি দেশ ঘুরে ফেলেছেন।
advertisement

১৯৯৫ সাল থেকে পাহাড় চড়া শুরু করেছিলেন দেবব্রত। তারপর থেকেই  লক্ষ্য ছিল “সেভেন সামিট” শেষ করার। অর্থাৎ ৭ টি মহাদেশের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবার। সে ইচ্ছে আজও জীবন্ত।  এখনও পর্যন্ত গোটা বিশ্বে ৩ টি মহাদেশের সর্বোচ্চ পাহাড়ের শিখরে পৌঁছে গিয়েছে তিনি। তার মধ্যে রয়েছে আর্জেন্টিনা মহাদেশের আকোংকাগুয়া, আফ্রিকার কিলিমাঞ্জারো, রাশিয়ার এলব্রুস। বাকি রয়ে গিয়েছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট ভিনসন, ডেনালি, কারস্টেনজ পিরামিড। এই সবগুলি সামিট সম্পন্ন করার জন্য অর্থের দরকার। তার জন্যেই পিছিয়ে পড়ছেন তিনি।

advertisement

শিলিগুড়ি খবর | Siliguri News

দেবব্রবাবু জানিয়েছেন, “পর্বতারোহণ করতে শরীর ঠিক রাখতে হয়। তাই ম্যারাথন শুরু করেছিলাম। এখন প্রফেশনালি দৌড়চ্ছি। তবে বিশ্বের সাতটি সর্বোচ্চ শিখরে ওঠার স্বপ্ন এখনও মরে যেতে দিইনি। ” তিনি আরও বলেন, “এভারেস্ট বাড়ির পাশেই নেপালে। সেখানে যেতে ৩০ লক্ষ টাকার প্রয়োজন। সে জন্য বারবার পিছিয়ে পড়ছি।  ”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: 'সেভেন সামিট' শেষ করতে চান শিলিগুড়ির দেবব্রত, বাঁধা হয়ে দাঁড়িয়েছে অর্থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল