জানা গিয়েছে, এসএসবির নকশালবাড়ির ৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা খবর পায় একটি পিকআপ ভ্যানে পানিট্যাঙ্কির ইন্দো- নেপাল সীমান্ত দিয়ে পাচার হবে গরু। সেই খবরের ভিত্তিতে আট জন জওয়ানের একটি দল সীমান্তে নাকা চেকিং শুরু করে। এরপরই একটি পিক আপ ভ্যানে গরু বোঝাই গাড়ি জওয়ানরা আটক করে। গাড়িটি থেকে উদ্ধার হয় ছয়টি গরু। ওই পাচারের ঘটনায় বাকিরা পালাতে সক্ষম হলেও গ্রেফতার করা হয় এক পাচারকারীকে। ধৃতের নাম মহম্মদ ইসলাম। সে নকশালবাড়ির বাসিন্দা। এদিন রাতেই পিক আপ ভ্যান সহ গরুগুলিকে তুলে দেওয়া হয়েছে নকশালবাড়ি পুলিশের হাতে।
advertisement
প্রসঙ্গত, এর আগে ওই একই জায়গা থেকে দুটি পিক আপ ভ্যানে গরু সহ দুই পাচারকারীকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছিল এসএসবি।স্থানীয়দের অভিযোগ,নেপাল থেকে বিভিন্ন চোরাপথে গরু, সুপারি-সহ বিভিন্ন পণ্য এপারে আনা হয়। এক হাজার টাকায় গরু ওপার থেকে এনে তিন হাজার টাকায় বিক্রি করা হয় । এছাড়াও চোরাকারবারীদের বাড়বাড়ন্তের অভিযোগ করেছেন স্থানীয়রা।কি কারণে গরু পাচারকারীদের বাড়বাড়ন্ত ওই এলাকায় তা খতিয়ে দেখছে পুলিশ।
অনির্বাণ রায়