পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ফুলবাড়ি ব্যারেজ এলাকায় ফাঁদ পেতে বসেছিল পুলিশ । এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে শঙ্কর অধিকারীকে গ্রেফতার করে ওই এলাকা থেকে।ধৃতের কাছ থেকে দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
আরও পড়ুন – ICC World Cup 2023: ভারত বনাম পাকিস্তান ম্যাচে হোটেল ভাড়া এক রাতে ৫০ হাজার! মাথা ঘুরবে বনবন করে
advertisement
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি এর আগেও বহুবার আগ্নেয়াস্ত্র ও সকেট বোম সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিল। তদন্তকারীদের অনুমান, আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে বাড়িতে যাচ্ছিল শঙ্কর। সেগুলি কোথা থেকে আনা হয়েছিল? কাদের পাচার করার কথা ছিল? তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
শিলিগুড়ি খবর | Siliguri News
বুধবার ধৃতকে আদালতে তুলে ৭ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানাবে এনজেপি থানার পুলিশ বলে জানা গিয়েছে । তবে পঞ্চায়েত নির্বাচন প্রাক্কালে এমন আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় কিছুটা হলেও অস্বস্তিতে পুলিশ মহল।
অনির্বাণ রায়