TRENDING:

Siliguri News: রাত পোহালেই ছট পুজো , চিত্রকুট ঘাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Last Updated:

Siliguri News শিলিগুড়ি শহরের অন্যতম একটি বড় ছট ঘাট হল মহানন্দা নদীর চিত্রকূট ছট ঘাট । প্রতি বছর কয়েক হাজার মানুষের সমাগম হয় এখানে । আর এই পুজোকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের ঘাট প্রস্তুতির কাজ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: রাত পোহালেই ছট পুজো। শিলিগুড়ি শহরের অন্যতম একটি বড় ছট ঘাট হল মহানন্দা নদীর চিত্রকূট ছট ঘাট । প্রতি বছর কয়েক হাজার মানুষের সমাগম হয় এখানে । আর এই পুজোকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের ঘাট প্রস্তুতির কাজ । প্রায় ১৫০ টি ছটঘাট নির্মিত হয় মহানন্দা নদীর পাশে। আশপাশের এলাকা থেকে শহরের বহু মানুষ এই ঘাটে আসেন । তাই ছটপুজোকে কেন্দ্র করে ঘাট তৈরির প্রস্তুতি চরম ব্যস্ততায় ছট পুজো কমিটির কর্তারা ।
advertisement

ছট পুজো কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয়। সূর্যদেব এবং আর তাঁর স্ত্রী ঊষাকে (মতান্তরে ওনার বোন) আরাধনার মাধ্যমে এই পুজো করা হয়ে থাকে । প্রধানত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে এই পুজোর ব্যাপকতা দেখা যায়। এছাড়াও ভারতের অন্যান্য রাজ্য এই পুজো করা হয়ে থাকে । বলা হয় কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপিত হওয়ার কারণে এর নাম ছট রাখা হয়েছে । চৈত্র মাসের ষষ্ঠী তিথিতে আরও একটি ছট পুজো করা হয়, যাকে বলে চৈতি ছট ।

advertisement

অস্তগামী সূর্য এবং উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে উপবাস ভাঙা হয়। ছট পূজায়, সন্তানের স্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ু জন্য, সম্পূর্ণ ৩৬ ঘন্টা নির্জলা উপবাস পালন করা হয়, যা পুরুষদের পাশাপাশি মহিলারাও পালন করে।

উল্লেখ্য, ছট পূজা শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই পুলিশের পদস্থ কর্তারা পরিদর্শন শুরু করেছেন। ছট পুজো উপলক্ষে বিশেষভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে । সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগকে । পাশাপাশি যেহেতু ছট পুজো বিকেলের পর থেকে শুরু হয়, তাই জন্য প্রত্যেকটি ঘাটে আলোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে । অন্যদিকে জলে নেমে যাতে কোনও দুর্ঘটনা না হয়, তার জন্য প্রত্যেক ঘাটে সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করার কথা বলা হয়েছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: রাত পোহালেই ছট পুজো , চিত্রকুট ঘাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল