ছট পুজো কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয়। সূর্যদেব এবং আর তাঁর স্ত্রী ঊষাকে (মতান্তরে ওনার বোন) আরাধনার মাধ্যমে এই পুজো করা হয়ে থাকে । প্রধানত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে এই পুজোর ব্যাপকতা দেখা যায়। এছাড়াও ভারতের অন্যান্য রাজ্য এই পুজো করা হয়ে থাকে । বলা হয় কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপিত হওয়ার কারণে এর নাম ছট রাখা হয়েছে । চৈত্র মাসের ষষ্ঠী তিথিতে আরও একটি ছট পুজো করা হয়, যাকে বলে চৈতি ছট ।
advertisement
অস্তগামী সূর্য এবং উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে উপবাস ভাঙা হয়। ছট পূজায়, সন্তানের স্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ু জন্য, সম্পূর্ণ ৩৬ ঘন্টা নির্জলা উপবাস পালন করা হয়, যা পুরুষদের পাশাপাশি মহিলারাও পালন করে।
উল্লেখ্য, ছট পূজা শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই পুলিশের পদস্থ কর্তারা পরিদর্শন শুরু করেছেন। ছট পুজো উপলক্ষে বিশেষভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে । সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগকে । পাশাপাশি যেহেতু ছট পুজো বিকেলের পর থেকে শুরু হয়, তাই জন্য প্রত্যেকটি ঘাটে আলোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে । অন্যদিকে জলে নেমে যাতে কোনও দুর্ঘটনা না হয়, তার জন্য প্রত্যেক ঘাটে সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করার কথা বলা হয়েছে ।
অনির্বাণ রায়





