আরও পড়ুন: পুজোয় বড় চমক শুভেন্দু অধিকারীর! প্ল্যান জানিয়ে দিলেন News 18 বাংলা-কে
শিলিগুড়ির বিগ বাজেটের পুজোর তালিকায় এত দিন জায়গা করতে পারে নি জুয়েল এথেলেটিক ক্লাব। যেহেতু ছোট আকারেই প্রতিবছর পুজো করে এই ক্লাব। তবে এবছর এই পুজো ৫০ বছরে পদার্পন করল। ফলে সুবর্ণ জয়ন্তী বর্ষে বেশ বড় আকারে জাঁকজমকের সঙ্গে পুজো হচ্ছে এই ক্লাবে। প্রায় ৩০ লক্ষ টাকা বাজেটে তৈরি হচ্ছে পুরো মণ্ডপ। মণ্ডপের চারপাশে রয়েছে অনেক দোকান। রয়েছে নতুন জামাকাপড়, জুতো, সিনেমার ছবি সব নানা জিনিস যা নজর কাড়বে ছোটদের বলেই আশাবাদী পুজো কমিটি। জানা গিয়েছে, এই আবদার থিমের মাধ্যমে ছোটদের আবদার ফুঁটিয়ে তোলা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: কাবুলে পরীক্ষা চলাকালীন ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৩! হতাহত বৃদ্ধির আশঙ্কা
কলকাতার এক বাজারের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। পুরো মণ্ডপের চারপাশে প্রচুর দোকানের নাম রয়েছে। জামাকাপড় সহ বাচ্চাদের মনরঞ্জনের সামগ্রীও থাকছে। রাতে আলো ঝলমলে এই মণ্ডপ দেখতে উদ্বোধনের দিন থেকেই ভিড় করছে দর্শনার্থীরা। থিমের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে তৈরি হয়েছে মূর্তিও। মণ্ডপেই তৈরি হয়েছে মুর্তি। তৈরি করেছেন শিলিগুড়ির শিল্পী সুশান্ত পাল। মুর্তিতে থাকছে আলাদা চমক। কলকাতা থেকে ম্যাটেলের অলংকার নিয়ে এসে মূর্তিকে সাজানো হয়েছে। মূর্তির মুখও রয়েছে অন্যরকম। বিগত প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে এই ক্লাবে মণ্ডপসজ্জার কাজ চলে।
এ বিষয়ে, পূজা কমিটির সভাপতি ও শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ মানিক দে বলেন, "বিগত দিনগুলিতে ছোট আকারে পুজো হয়েছিল। করোনা পরিস্থিতিতে আরো কাটছাট হয়েছিল পুজোতে। তবে এবছর মায়ের আশীর্বাদে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারওপর বাড়তি পাওয়া ইউনেস্কো এর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা। ফলে উৎসাহ ও উদ্দীপনা চরমে রয়েছে। আশা করছি এবার প্রচুর ভিড় হবে। সকলকে আমাদের পুজো দেখতে আসার জন্য অনুরোধ জানাই।"
অনির্বাণ রায়