TRENDING:

Siliguri News : দু'দিন বেশি পুজো শিলিগুড়িতে! এখনও মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল

Last Updated:

Siliguri News : বিজয়া দশমী চলে গেলেও এখনও ভিড় রয়েছে শিলিগুড়ির বেশ কয়েকটি মণ্ডপে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : বিজয় দশমী চলে গেলেও এখনো ভিড় রয়েছে শিলিগুড়ির বেশ কয়েকটি মণ্ডপে ।ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো সেই সুবাদে গোটা রাজ্য জুড়েই আয়োজন হচ্ছে পুজো কার্নিভালের । পিছিয়ে নেই শিলিগুড়িও । ৭ তারিখ শিলিগুড়ির কার্নিভাল সেই সুবাদে শিলিগুড়িতে কার্নিভালের জেরে দর্শনার্থীরা, দশমীতেও মণ্ডপে মণ্ডপে ভিড় করেছেন। মোট ৩১ টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করছে ।এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলিও কার্নিভালে অংশগ্রহণ করবে ।
advertisement

তাই দশমীতেও ভিড় দেখা গেল দাদাভাই ক্লাবসহ বিভিন্ন মন্ডপগুলিতে। নবমীর রাতে বৃষ্টির জন্য আসতে পারেনি তাই দশমীতে সমুদ্রমন্থনের নানাছবি দেখতে ভিড় দর্শনার্থীদের।মন্ডপ সজ্জায় সমুদ্র মন্থনের নানাদিক ফুটিয়ে তুলেছেন তা দেখতেই ভিড়। এছাড়াও আরো বিভিন্ন ক্লাবগুলিতে ভিড় দেখা যায় এদিন।

ভেনাস মোড় থেকে শুরু করে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট পর্যন্ত এই শোভাযাত্রা চলবে। প্রতিটি ক্লাবের ট্যাবলো থাকবে এবং সাথে তিনটি করে গাড়ি । ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ রক্ষার পরে গোটা রাজ্য জুড়েই চলছে কার্নিভালের প্রস্তুতি । শিলিগুড়ি শহরের মেয়র গৌতম দেব নিজে সকলকে এই কার্নিভালের অংশ হতে আহবান জানিয়েছেন । শিলিগুড়িতে ও জোর কদমে চলছে প্রস্তুতি । গত দু'বছর কোভিডের জন্য মন্ডপের ভেতরে ঢোকা দর্শনার্থীদের মন্ডপের সামনে জমায়েতের ক্ষেত্রে নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয় । তবে এবার সেসব কিছুই নেই দর্শনার্থীরা তাই আনন্দের সাথে পুজো উপভোগ করছেন এবং কার্নিভালের জেরে বাড়তি পাওনা দুদিন পুজো দেখা, তাতে মানুষ যেমন খুশি তারাও খুশি বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News : দু'দিন বেশি পুজো শিলিগুড়িতে! এখনও মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল