তাই দশমীতেও ভিড় দেখা গেল দাদাভাই ক্লাবসহ বিভিন্ন মন্ডপগুলিতে। নবমীর রাতে বৃষ্টির জন্য আসতে পারেনি তাই দশমীতে সমুদ্রমন্থনের নানাছবি দেখতে ভিড় দর্শনার্থীদের।মন্ডপ সজ্জায় সমুদ্র মন্থনের নানাদিক ফুটিয়ে তুলেছেন তা দেখতেই ভিড়। এছাড়াও আরো বিভিন্ন ক্লাবগুলিতে ভিড় দেখা যায় এদিন।
ভেনাস মোড় থেকে শুরু করে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট পর্যন্ত এই শোভাযাত্রা চলবে। প্রতিটি ক্লাবের ট্যাবলো থাকবে এবং সাথে তিনটি করে গাড়ি । ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ রক্ষার পরে গোটা রাজ্য জুড়েই চলছে কার্নিভালের প্রস্তুতি । শিলিগুড়ি শহরের মেয়র গৌতম দেব নিজে সকলকে এই কার্নিভালের অংশ হতে আহবান জানিয়েছেন । শিলিগুড়িতে ও জোর কদমে চলছে প্রস্তুতি । গত দু'বছর কোভিডের জন্য মন্ডপের ভেতরে ঢোকা দর্শনার্থীদের মন্ডপের সামনে জমায়েতের ক্ষেত্রে নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয় । তবে এবার সেসব কিছুই নেই দর্শনার্থীরা তাই আনন্দের সাথে পুজো উপভোগ করছেন এবং কার্নিভালের জেরে বাড়তি পাওনা দুদিন পুজো দেখা, তাতে মানুষ যেমন খুশি তারাও খুশি বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ ।
advertisement
অনির্বাণ রায়