নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন কামাখ্যা দেবী। সারা বছর এই মন্দির খোলা থাকলেও অম্বুবাচীর সময়ে কামাখ্যা মন্দির বন্ধ থাকে। হিন্দু ধর্ম শাস্ত্রে অম্বুবাচীর বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। চলতি বছর ২২ জুন থেকে অম্বুবাচী শুরু হবে। শেষ হবে ২৬ জুন। এতদিন পর্যন্ত দশ মহাবিদ্যার মন্দির হলেও পাঁচটি মায়ের মূর্তি এখানে ছিল তবে এ বছর সব মূর্তি স্থাপন করা হয়েছে সেই মন্দিরে সেই মন্দিরে। আগামী ২৬ তারিখ পর্যন্ত লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে মায়ের মুখ ২৬ তারিখ বেলা ২ টা ৩২ মিনিটে ভক্তদের মন্দির দর্শনের জন্য খুলে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন:
মন্দির কমিটির সম্পাদক বিকাশ রাই বলেন, “তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। পরে বিশেষ পুজোর মাধ্যমে কপাট খোলা হবে। আবার এ সময়ে প্রসাদ হিসেবে একটি লাল ভেজা কাপড় দেওয়া হয়। দেবীর রজস্বলা হওয়ার আগে সেই স্থানে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। পরে সেটি লাল রঙের হয়। এই পোশাককে অম্বুবাচী বস্ত্র বলা হয়। এখানে আগত ভক্তদের ওপর দেবীর আশীর্বাদ থাকে। শ্রদ্ধা-ভক্তি-সহ সতীর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।” মন্দিরে ঘুরতে আসা শুভাশিস ব্যানার্জি জানান, “এই সময়টায় অসমের কামাখ্যা মন্দিরের সবাই গিয়ে থাকেন। তবে শিলিগুড়ি নেপালি বস্তি এলাকায় এই মন্দির হওয়ায় আমরা সবাই এখানেই আসছি।”
শিলিগুড়ি খবর | Siliguri News
অনির্বাণ রায়