এদিকে, শিলিগুড়ি (Siliguri) পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ১৩ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে (Darjeeling MU) নতুন করে করোনা সংক্রামিতদের হদিস পাওয়া যায়নি। সুকনায় (Sukna) ৫ জন ও কার্শিয়ংয়ে (Kurseong) ১ জন সংক্রামিতের খবর মিলেছে। এছাড়া সুখিয়াপোখরিতে (Sukhiapokhri) ১ জন সংক্রামিতের খবর মিলেছে। ২৪ ঘন্টায় মিরিকে (Mirik) ২ জন সংক্রামিতের খোঁজ পাওয়া গিয়েছে। এছাড়া খড়িবাড়িতে (Kharibari) ও বিজনবাড়িতে (Bijanbari) নতুন করে কেউ সংক্রামিত হয়নি। পাশাপাশি, তাকদহেও (Takdah) গত ২৪ ঘন্টায় নতুন করে কোনও সংক্রামিতের হদিস মেলেনি। এছাড়া মাটিগাড়ায় (matigara) ৫ জন ও নকশালবাড়িতেও (Naxalbari) গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনায় সংক্রামিতের খোঁজ পাওয়া যায়। তবে ফাঁসিদেওয়ায় (Phansidewa) নতুন করে সংক্রমণের খোঁজ পাওয়া যায়নি।
advertisement
অন্যদিকে, দেশে করোনায় প্রায় ৫০ শতাংশ বাড়ল দৈনিক মৃত্যু। তবে কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫০১ জনের। বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ৩৪০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৫১৬। বৃহস্পতিবার আক্রান্ত হয় ১৩ হাজার ৯১জন।
Vaskar Chakraborty