TRENDING:

Siliguri: শিক্ষারত্ন পাচ্ছেন রণজয় দাস, ছাত্রদের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার

Last Updated:

শেষ ক্লান্তিকে হার মানিয়ে ছাত্রদের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার শিক্ষারত্ন রণজয়ের। স্কুলের ছাত্রদের কথাই নয় করোনাকালের লকডাউন এর সময় অন্য স্কুল গুলির ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে সেকথাও ভেবেছিলেন শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের সরকারি প্রধান শিক্ষক রণজয় দাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : শেষ ক্লান্তিকে হার মানিয়ে ছাত্রদের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার শিক্ষারত্ন রণজয়ের। স্কুলের ছাত্রদের কথাই নয় করোনাকালের লকডাউন এর সময় অন্য স্কুল গুলির ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে সেকথাও ভেবেছিলেন শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের সরকারি প্রধান শিক্ষক রণজয় দাস। শিলিগুড়ি বয়েজ স্কুলে তিনি রসায়ন পড়ান। শুধু শিক্ষকতাই নয় সামাজিক নানান রকম কাজকর্মে নিযুক্ত থাকেন তিনি। গত দু বছর কোভিডের কারণে দীর্ঘ সময় স্কুল বন্ধ ছিল কিন্তু পড়াশোনা তো বন্ধ হয়নি। করোনাকালে শিক্ষকতায় আলাদা ছাপ রেখেছেন শিক্ষক রণজয় বাবু। শিক্ষাকমিশনারের তরফে মেইল করে এই খবর জানানো হয়েছে তাকে। শিক্ষারত্ন সম্মান পাওয়ায় খুশি তিনি।
advertisement

 

 

শিলিগুড়ি শহরের মোট দুজন এই শিক্ষারত্ন পাচ্ছেন একজন শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের শিক্ষক রণজয় দাস এবং অন্যজন শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের অমিতাভ ঘোষ। করনাকালে যখন স্কুল বন্ধ ছিল, তখন অনেক স্কুলি পড়ুয়াদের পড়াশোনার ঘাটতি মেটানোর জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে শিক্ষাদান চালু রেখেছিল রণজয় বাবুরাও। স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে পাঠদান করছিলেন। হোয়াটসঅ্যাপে শিক্ষাদান এক নতুন আবিষ্কার বলে জানালেন রণজয় বাবু।

advertisement

View More

আরও পড়ুনঃ পরিবেশকে বাঁচানোর শপথে গণেশ পুজোর আরাধনা

 

 

তিনি বলেন এক একটি গ্রুপে প্রায় দেড়শ থেকে ২০০ জন করে পড়ুয়াকে অংক বিজ্ঞান ভৌত বিজ্ঞানের পাঠদান করা হতো কিন্তু শুধু নিজের স্কুলে পড়ুয়ারাই নয় এই সুবিধে যাতে রাজ্যের অন্যান্য স্কুলের পড়ুয়া নিতে পারে সেজন্য ফেসবুকে ক্লাসের লিংক শেয়ার করতেন রনজয় এছাড়াও নিজে স্কুলের সহকারী প্রধান শিক্ষক হওয়ার সুবাদে পড়ুয়াদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজনও করতেন তিনি।

advertisement

আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে জল যন্ত্রণায় শহরবাসী! নিকাশি ব্যবস্থা উন্নত করার আশ্বাস মেয়রের

 

 

এছাড়াও তিনি দুস্থ ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই প্রদানের কর্মসূচি চালিয়েছেন করোনামহামারীর সময়। চলতি বছর শিক্ষারত্ন সম্মানের জন্য নির্বাচিত হওয়ার খবর পেয়ে রণজয় বাবু স্বাভাবিকভাবেই ভীষণ খুশি। শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত জানান পুরো স্কুল রণজয় বাবুর একটি সম্মানে গর্বিত আগামী দিনে আরো ভালো ভালো কাজ করে যাওয়ার আশা রাখছেন তিনি।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: শিক্ষারত্ন পাচ্ছেন রণজয় দাস, ছাত্রদের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল