TRENDING:

Siliguri News: ৩৪ বছর ধরে মেয়েদের আত্মরক্ষার পাঠ শিখিয়ে আসছেন সহদেব

Last Updated:

শিলিগুড়ির সহদেব বর্মন ১৯৮৮ সাল থেকে মার্শাল আর্টের সঙ্গে জড়িত। নিজের গোটা জীবন মার্শাল আর্টকে দিয়ে দিয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: দীর্ঘ ৩৪ বছর ধরে মহিলাদের আত্মরক্ষার পাঠ দিয়ে চলেছেন সহদেব বর্মন। তিনি ছোট থেকে বড় সববয়সী মহিলাদের কুডো'র প্রশিক্ষণ দেন। লক্ষ্য একটাই, ঘরে হোক বা বাইরে, বিন্দুমাত্র অপমান বা লাঞ্ছনার মুখোমুখি হলে নারী যেন নিজেই তার প্রতিকার করে নিতে পারে।
advertisement

শিলিগুড়ির সহদেব বর্মন ১৯৮৮ সাল থেকে মার্শাল আর্টের সঙ্গে জড়িত। নিজের গোটা জীবন মার্শাল আর্টকে দিয়ে দিয়েছেন তিনি। তবে কথাতেই আছে, সেই বিদ্যাই সফল যা সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। আর তাই ৯০-র দশকের গোড়া থেকে মার্শাল আর্ট কুডোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা মিলিয়ে তিন হাজারেরও বেশি ছেলেমেয়ে তাঁর কাছে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছে।

advertisement

আরও পড়ুন: অবৈধ গরু কেনাবেচার আঁচ এসে পড়ল হাসপাতালে!

আর কয়েকদিন পর‌ই কুডোর জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে। এবার মোট ৭০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে উত্তরবঙ্গ থেকেই ৪৫ জন প্রতিযোগী জাতীয় কুডো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পুনেতে যাবেন। সেখানে সফল হলে আন্তর্জাতিক কুডো প্রতিযোগিতায় অংশগ্রহণের ছাড়পত্র মিলবে।

advertisement

View More

বর্তমানে উত্তরবঙ্গের বহু স্কুলে সপ্তাহে একদিন বা দু'দিন করে ছাত্র-ছাত্রীদের কুডো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে রেনসি সহদেব বর্মন বলেন, আমার গোটা জীবন মার্শাল আর্টকে দিয়ে দিয়েছি। আগামী দিনে আরও নতুন প্রতিভা উঠে আসুক এটাই লক্ষ্য।

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ৩৪ বছর ধরে মেয়েদের আত্মরক্ষার পাঠ শিখিয়ে আসছেন সহদেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল